আমাদের কথা খুঁজে নিন

   

আমিনবাজারে ছয় ডাকাত....শববরাতের বরকতময় রাত ... একটি স্মৃতি রোমহ্নন এবং অন্যান্য.......... (সকল অভিভাবকদের পড়ার অনুরোধ করছি)

ব্লগে আর আগের মতো মজা নাইরে মমিন! সন্ধ্যার গভীর ঘুমের বারোটা বাজিয়ে ফোন বেজে উঠল .... ঘড়িতে তখন সাতটা ... মনে মনে ভাবলাম যা!! মাগরীবের নামায কাযা হয়ে গেল .... ফোন ধরলাম .... রিফাতের ফোন... ওর চিরচারিত ভংগিতে বললো "মাম্মা মসজীদে আইসা পড়ো" .... আমি হ্যা বোধক শব্দ করে ফোনটা রাখলাম.. মাগরীবের কাযা নামায এশার পর পড়তে হবে!!!!! মসজীদের আমাদের বিখ্যাত চিপায় ঢুকতে জ্বলন্ত আগুনটা ধরিয়ে দিল অনিক ..... নিজের জীবনের দ্বিতীয়বারে সিগারেটে টান দিয়ে কাশতে কাশতে মুখ দিয়ে উঠে আসা জানটাকে আবার নীচে ঠেলে দিয়ে বললাম "আজকে প্ল্যান টা কী??" "দোস্ত তুই না হুদাই প্যারা খাস" পিছন থেকে শাওনের উত্তর ..." আমাদের হাতে সারাটা রাত আছে মজা করার জন্য " ও বলল !! রিফাত বলল " চল হাঁটি " মিনমিনায়ে বললাম " এশার নামাযটা পইড়া যাই ?? " ---"আমাদের হাতে সারারাত আছে ... পড়ে পড়িছ" ---"তা যাচ্ছি কই ?? ----"জিয়া উদ্যান " ---"মাম্মা তোরে পাগলা কুত্তায় কামড়ায় না তো ?? আর বাকিরা কই ?? " ----" আবির আর আলিফ গেছে শিশার ব্যবস্হা করতে" যাই হোক বিনা বাক্যে হাঁটা শুরু করলাম .... কিছুদূর পর আমাদের সাথে যোগদিল বাকিরা .... ছয় কিশোর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে..ছয় কিশোর জিয়া উদ্যানের পাশে বসে আছে.. মজার ব্যাপার হচ্ছে এই দুই দৃশ্য একটি কমন ব্যাপার হলো জ্বলন্ত আগুন .. "তা দোস্ত আজকে আমরা কী করব ?" আমার প্রশ্ন . "একটু পর আমার এলাকায় ব্যাক করব... নামায পড়ে যে যার বাসায় ব্যাক করুম ... রাত এগারোটায় আবীরদের ছাদে সবাই আমরা মিট করব .." আবারো রিফাত. " এতো রাতে ছাদে কি করুম ?? " -- আমার প্রশ্ন "শিশার ব্যাবস্হা করছি.... সবাই একলগে টানুম নে ! !! .. তারপর আমার বাসায় একলগে ব্রাজিলের খেলা দেইখা তারপর মসজিদে যামু ...মাজারে রাত তিনটা দিকে যাবো ... ভোরবেলা সংসদ মাঠ থেকে ফুটবল খেলে বাসায় আসব .... আর খেলতে না চাস তাইলে অন্য কোন জায়গায় যাইতে পারি " --- দম নেওয়ার জন্য থামলো রিফাত এতো বিশাল প্ল্যান শুনে মিনমিনায়ে বললাম " যদি বাসায় ধরা খাই?? " "তুমি এই ভয় নিয়া বাসায় বইসা থাকো ... আজকে রাতে আমাদের কেউ দেখতে আসতাছে না " আলিফ বলল "চল তাহলে বাসায় ফিরি " ....আবির বললো ... যাইহোক বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম .. চার বন্ধু সামনে আমরা দুইজন পিছনে ..... চারজন সামনে মোবাইলে কি করছে খুব সহজে বোঝা যাচ্ছে ....আমরা দুইজন সমানে সুইস টানছি..। মসজিদে ঢোকার একটু আগে রিফাতের প্রস্তাব " মাম্মা ভোরবেলা বেড়িবাধ যাবি??? " শাওন : " ভোর হউক" মসজিদে ঢোকার আগে কি জানি মনে হল .... সবাইরে বললাম .. তোরা যা .. আমি রাতে দেখা করব .. "আসার সময় পারলে একটা ফয়েল আর কিছু কয়লা আনিস . কামে লাগবো " শাওন বললো বাসায় গিয়ে ভাত খেয়ে শুয়ে পড়লাম ...রাত এগারোটায় রিফাতের ফোন আসল ..... ঘুম থেক কোনোমতে উঠে ফোনটা কাটলাম .. তখন মনে পড়ল এখনো এশার নামায পড়া বাকি .... সকালে কাযা পড়ে নিবো . এই ভেবে ঘুমায়. গেলাম... সকালে ব্রাজিলের খেলার খবর দেখার জন্য টিভি ছেড়ে দেখি " আমিনবাজারে ছয় ডাকাত নিহত" টিভি বন্ধ করে মুভি দেখতে বসলাম .... এখনো মাগরিব - এশা - ফযরের নামায কাযা আছে ...... অভিভাবকদের প্রতি : আজকের রাতে আপনার ছেলে সন্তান একটু খেয়াল রাখবেন ..... সাধারণত আজকের রাতে সিগারেট খাওয়া - নেশা করা - পর্ন দেখার হাতে খড়ি হয় কারণ একটা রাত পুরা স্বাধীন .. . নতুন জিনিষ চেখে দেখতে গিয়ে আমাদের যেনো কোনো লাশ না পাওয়া লাগে !! আর যেনো কোনো আমিনবাজারের রক্ত আমাদের দেখা না লাগে !!! উৎসর্গ : আমিনবাজারের গণপিটুনীতে নিহত ছয়জনকে .... পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি করবনা যে তোমার ডাকাতি করতে গিয়েছিলে ........ আচ্ছা তীব্র ব্যাথায় মানুষের অনুভূতি শক্তি লোপ পায় তাই না ?? আশকারি রহমান কল্যাণপুর ঢাকা [ সকল নামই ছদ্মনাম]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।