আমি মুহাম্মদ সাঈদ আরমান। পেশায় নেটোয়ার্ক এডমিনিস্ট্রেটর। প্রবাসে থাকি। ছোটদের জন্য ছড়া লিখতে ভালোবাসি।
আমার গাঁয়ে এসো কবি
খেতে দেবো দই।
পিঠা-পুলি, মোয়া-মুড়ি,
আরো দেবো খই ।
গাঁয়ের জন্য কাব্য লিখো,
মায়ের জন্য গান,
ক্ষেত-ফসলের পদ্য গড়লে
দেবো খেতে পান।
খুকির জন্য 'ঘুমপাড়ানি'
খোকার জন্য ছড়া,
দাদুর জন্য মুর্শিদী গান
দরদ দিয়ে গড়া।
চাষীর জন্য পল্লিগীতি,
মাঝির জন্য সারি,
বাবার জন্য ভক্তিমূলক,
মুটের জন্য জারি।
ফুল-পাখিদের গানের সুরে
জাগলে আমার গাঁও,
আপন বাড়ি যেও ফিরে
চড়ে পালের নাও ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।