আমাদের কথা খুঁজে নিন

   

আজ লাইলাতুল মুবারাক

আমার কিছু বলার ছিল আজ লাইলাতুল মুবারাক। আল্লাহ্’র পক্ষ হতে আমাদের জন্য বাজেট ঘোষণা হবে। কিন্তু এ নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন কথার প্রেক্ষিতে নিম্নের হাদীস দু’টি নিবেদন করলাম। হযরত আবু হোরায়রা ( রা: ) হইতে বর্ণিত আছে, হুজুরে আকরাম ( সা: ) বলেছেন, “মিথ্যাবাদী দজ্জালগণ তোমাদের নিকট এমন সব হাদীস লইয়া আসিবে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষগণ কখনও শুনো নাই। তোমরা তাহাদের প্রতি সতর্ক হইয়ো।

তাহারা তোমাদেরকে পথভ্রান্ত করিতে পারিবে না এবং বিপদ-আপদের ভিতরেও ফেলিতে পারিবে না। ” অপর এক হাদীসে হযরত ইবনে মাসউদ ( রা: ) হইতে বর্ণিত আছে যে, হুজুরে আকরাম ( সা: ) বলেছেন, “যে সুন্নত অন্বেষণ করে তবে যাহাদের মৃত্যু হইয়াছে তাহাদের নিকট সে যেন সুন্নত অন্বেষণ করে। ” কেনন যাহারা তখন জীবিত ছিল তাহারা বিপদ হইতে নিরাপদ ছিল না। তাহারা (মৃতগণ) ছিলেন নবী করিম ( সা: )-এর সাহাবীগণ। তাহারা ছিলেন সর্বোত্তম লোক।

তাহাদের হৃদয় ছিল বড়ই নিস্বার্থ। তাহাদের জ্ঞাণ ছিলো বড়ই গভীর। তাহারা অল্পতেই সন্তুষ্ট ছিলো। আল্লাহ্ পাক তাহাদিগকে আমাদের নবীর সহচর্যে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য মনোনিত করিয়াছেন। সুতরাং তোমরা তাহাদের গুণকে স্বীকার কর।

তাহাদের চলিত পথের অনুসরন করো এবং যতদূর সম্ভব তাহাদের স্বভাব-চরিত্র ও জীবন প্রণালিকে মজবুতভাবে ধরিয়া রাখো। ” গ্রন্থ: #ইমাম মাহ্‌দী ( রহ: )# আল্লাহ্‌ আমাদের সঠিক পথে আমল করার তৌফিক এনায়েত করুন এবং সর্বপ্রকার বিভ্রান্তি হতে রক্ষা করুন। আমিন। *আর সবার নিকট একটি আবেদন, আমি মহা মুসিবতে আছি। যদি কষ্ট করে মহান আল্লাহ্‌’তায়ালার নিকট আমার জন্যে একটু দোয়া করতেন.......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।