হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়...
এক্স অক্ষরটির সাথে আমরা কমবেশী সবাই পরিচিত...এটা এক্স...এই টাইপ এক্স...বা আমার এক্স...আমি এক্স...অনেক ভাবেই আমরা ব্যাবহার করে থাকি কথাটা...কি কি বুঝায় এই এক্স দিয়ে??? একটু দেখে নেই...কিছু বাকী থাকলে আপনারাও এড করতে পারেন...
১) কারো চলে যাওয়া।
২)কাউকে ছেড়ে যাওয়া।
৩)গর্ব।
৪)হতাশা।
৫)আফসোস।
৬)আদিরস।
৭)যৌনতা।
৮)বুকের মাঝে একটা খা খা করা শূন্যতা।
৯)প্রতিশোধ নেয়ার একটা তৃপ্তি।
১০)নতুন কাউকে খোঁজা বা ইটিশ পিটিশ করতে চাওয়া।
১১)নীল ছবি।
১২)একটা এমেরিকান ব্যান্ড।
১৩)একটা পারফিউম অথবা বডি স্প্রে।
১৪)একটা জনপ্রিয়তম টিভি সিরিয়াল।
১৫)একটা মুভি।
১৬)কুঠার।
১৭)প্যারানরমাল পিকচার্স !
১৮)ছেলে হবার ক্রোমোজোম।
১৯)রেটিং।
২০)মাল্টিপ্লিকেশান।
২১)একজন রেসলার।
বাহ। আরো কত কাজ,গল্প আর অনুভুতির জন্ম দেয় এই এক্স। কে জানে।
অফটপিকঃ মাঝে মাঝে মনে হয় জীবনের জন্য একটা Ctrl+Z বাটন থাকলে খুব ভালো হতো !!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।