আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি হিগস বোসন পাওয়া গেলো?

CERN এ বেশ কিছুদিন ধরেই সাজসাজ রব। গত ক'দিন ধরে মিডিয়াতেও জোর গুঞ্জরণ। এখানেও দেখলাম robot_eee ১টা পোস্ট দিয়েছিলেন। BBC, CNN তো বটেই, এমনকি আমাদের চ্যানেলগুলোতেও এ নিয়ে হেডলাইন দেয়া হচ্ছে। সামান্য কিছু বাড়তি তথ্যের জন্য এই পোস্ট।

CERN এর CMS এক্সপেরিমেন্টের টীম দাবী করলেন যে তারা তাদের তথ্যের মাঝে বড় ধরণের bump দেখতে পেয়েছেন। প্রায় ১২৫.৩ GeV। দুই সেট ডেটার সমন্বয়ে তারা ৫ম স্তরের সিগমা পয়েন্টের নিশ্চয়তাও দিলেন। এই sigma-point পদ্ধতি কণা-পদার্থবিদ্যার এক ধরণের মানদন্ড। 5 sigma-point বলতে বোঝায় যে হিগস বোসন না থাকলে ৩৫ লাখ বারে মাত্র একবার এধরণের অবজারভেশান দেখা যাবে।

যদি মনে করা হয় যে একটা ১ টাকার কয়েনকে বাতাসে টস করা হচ্ছে সেক্ষেত্রে 3 sigma-level হচ্ছে পরপর ৮বার হেড পড়ার সম্ভাবনা। 5 sigma-point হচ্ছে পরপর ২০ বার হেড পড়ার সম্ভাবন। বুঝতেই পারছেন CMS ওয়ালারা কতটাই নিশ্চিত! তবে পুরো তথ্যের যাচাই বাছাইয়ের পর তারা সিগমা লেভেলকে ৪.৯ এ নামিয়ে এনেছেন। অর্থাৎ ২০ লাখ বারে ১বার হিগস বোসন ছাড়া এধরণের ঘটনা ঘটা সম্ভব। ATLAS এক্সপেরিমেন্টের রেজাল্ট আরও প্রমিজিং।

সেখানের গণনায় আরও বেশি ভর পাওয়া গিয়েছে, প্রায় ১২৬ GeV। CERN এর বৈজ্ঞানিকগণ অফিসিয়াল প্রেজেন্টেশান দেবার পর অধ্যাপক পিটার হিগস আনন্দ আর আবেগে চোখ মুছেছিলেন। স্টিফেন হকিং বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে পিটার হিগস নোবেল পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অধ্যাপক পিটার হিগস সাড়া পৃথিবীব্যাপী আরও পরীক্ষানিরীক্ষার পর সর্বসম্মত স্বীকৃত আবিস্কারের সিন্ধান্ত নেয়া হবে। CERN এর লিংক বিবিসির লিংক abc NEWS এর লিংক CBS NEWS এর লিংক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।