আমাদের কথা খুঁজে নিন

   

ফের আসছে কনকর্ড গতি ঘন্টায় ৪০০০ কিলো

বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়াররা এক্স-৫৪ তৈরিতে সফল হলে একবারও না থেমে মাত্র ৪ ঘণ্টায় লন্ডন থেকে সিডনিতে পৌঁছাতে পারবে প্লেনটি। খবর গিজম্যাগ-এর। অল্প সময়ে দূরের পথ পাড়ি দিতে অনেকেরই প্রথম পছন্দ ছিলো সুপারসনিক প্যাসেঞ্জার জেট প্লেন কনকর্ড। কিন্তু ২০০৩ সালে অবসরে যায় কনকর্ডের সবগুলো পুরোনো প্লেন।

কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪ তৈরি হলে এটি হবে পৃথিবীর দ্রুততম প্যাসেঞ্জার জেট প্লেন। এটির গতি হবে প্রতি ঘণ্টায় ৪০০০ কিলোমিটার। এর ফলে মাত্র ৪ ঘণ্টায় লন্ডন থেকে সিডনিতে পৌছাতে পারবে প্লেনটি। কনকর্ড এক্স-৫৪ নিয়ে বোয়িং ও লকহিড মার্টিন ছাড়াও কাজ করছে প্যাসেঞ্জার জেট স্পেশালিস্ট গালফস্ট্রিম। এ কাজেই অ্যারোনটিক্স কোম্পানিগুলো নাসার কাছ থেকেও সহযোগিতা পাচ্ছে।

বোয়িং এবং লকহিড মার্টিন কর্তৃপক্ষ এতোদিন কনকর্ড এক্স-৫৪ নিয়ে গোপনীয়তা রক্ষা করেই এসেছে। তবে ফার্নবোরো এয়ার শোতে বোয়িং, লকহিড মার্টিন এবং গালফস্ট্রিম কর্তৃপক্ষের একসঙ্গে কনকর্ডের নতুন মডেলটির ঘোষণা দেবার সম্ভাবনা আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।