আমাদের কথা খুঁজে নিন

   

TV Channel রিভিউ: বা বাংলাদেশের চ্যানেল জঙ্গলাভিযান!!

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!! আমার বাসায় ০ তে সেট এ টি এন নিউজ। তাই সেটা দিয়েই শুরু করি। তবে পরের গুলোর সিরিয়াল র‌্যানডম। ATN News এটাকে মুন্নী সাহা চ্যানেল বলাই উত্তম। মুন্নী এ চ্যানেলের একাই সব।

ক্যামেরার সামনেও সে, পেছনেও সে! অ্যাংকর, বার্তা প্রধান, রিপোর্টার.! ২৪ ঘন্টা নিউজ চ্যানেল চালানোর জন্য যে রসদ, যোগ্যতা ও প্রেক্ষাপট দরকার তার কোনটাই এটিএনের নেই। আর মুন্নীরতো নয়ই! ফলে রাতের সোয়া ১০টায় জাতি উদ্ধার কাম হাসিনা সরকারের অপকর্ম জায়েজ মূলক টকশোই চ্যানেলটার প্রধান উপজীব্য হয়ে উঠেছে। তবে এখানেও মুন্নীর নিচুজাত, বাচালতা, জ্ঞানের মড়ক দৃস্টিকটুভাবে ফুটে উঠছে! মন্দের ভাল - শুক্রবারের ম্যারাথন বিষয়ভিত্তিক রিপোর্টিং! যেমন- অদরকারী সরকারী অফিস! NTV, RTV, Desh, ATN Bangla, Bangla Vision, Chanel I এ চ্যানেলগুলোর মধ্যে পার্থ্ক্য খুঁজে পাওয়া মুশকিল। ২৪ ঘন্টায় একই জিনিস তারা ৩ বার দেখায়!! সুতরাং, নীট প্রোগ্রাম ৮ ঘন্টা। এর মধ্যে বিজ্ঞাপন ৩ ঘন্টা, রৈল বাকি ৫ ঘন্টা।

বিকেল ৩ বা ৫ টা থেকে তাজা অনুস্টান শুরু করে। গ্রামের খবর, দেশের খবর, বাংলা ছবি, বৃদ্ধাশ্রম বিষয়ক প্রতিবেদন এই করে সাতটা বাজলে হুলুস্থল বাজনা দিয়ে মাঠে নামে। খ ব র....। বস্তুত: খবর, তস্য খবর, খবরের নামে কারো মত, তার দ্বিমত এ ধরনের থার্ডক্লাস জার্নালিজম করে বেচে আছে এসব জেনেরিক এন্টারটেইনমেন্ট চ্যানেল। ব্রেকিং নিউজের নামে অনেক সময়ই পর্দার ১০-১৫% এমনভাবে ঢেকে যায় যে, মূল খবরের ভিডিউ ক্যাপশন বুঝা যায়না! আর সে ব্রেকিং নিউজের যা ছিরি! আধখেঁচড়াভাবে কয়েকটি ধারাবাহিক নাটকে চোখ রাখতে হয়েছে।

বস্তাপঁচা শব্দটা কে যে আবিষ্কার করেছিল! তবে মাঝে মাঝে ১ দিনের নাটক হয় চ্যানেলগুলোতে। সে গুলোর অনেক কটিই খুব ভাল। সেরা নাচিয়ে, সেরা কুদিয়ে, সেরা গাইয়ে, সেরা শরীর বিকিয়ে প্রতিযোগিতাগুলো আজকাল এতটাই হালকা, বেশী ও হাস্যকর হয়ে গেছে যে মন্তব্য নিস্প্রয়োজন। বরং দেশে সেরা গীতিকার, সুরকার, তবলা, হারমোনিয়াম, বংশী বাদকের আকাল পড়ার আগেই এ লাইনে জনশক্তি বিল্ডাপ করা দরকার। কানা চ্যানেলগুলা সেটা কেন করেনা বুঝিনা! রাত আরেকটু গভীর হলে হয় লাইভ বা রেকর্ডেড টক শো নয় একক গানের আসর।

টকশো (হাতে পরদিনের পেপার) গুলো নিয়ে খুব মজার অবজার্ভেশন আছে। হাতেগোনা গোটা দশ বা বিশেক লোকই, মাঝে মাঝে একই লোক একাধিক চ্যানেলে (!)- বয়ান করছেন। তবে তার চেয়েও মজার হল- গানের অনুস্টান। চেনাজানারাই ফোন করতে পারেন আর তেলাতে পারেন একে অপরকে! আমরা শুধু তাজ্জব হয়ে তাদের নির্লজ্জতা দেখি!! চলেন এবার ঘুমাই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।