এবার মোবাইল ফোনের তথ্য কপি করার নতুন আতংক ছড়িয়েছে। #৯০,#০৯ ও +৯২ - এ তিনটি প্রাইমারি কোড থেকে কোন কল ধরার সঙ্গে সঙ্গে আপনার ফোনটির সব ধরনের তথ্য কপি হয়ে যাচ্ছে। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম এমন তথ্য জানিয়েছে। নতুন ধরনের এ আতংক নিয়ে দারুণ বিপাকে পড়েছেন ভারতের মোবাইল অপারেটররা। বর্ণিত ফোন কোড থেকে ফোন আসা মানেই কলারকে কেউ ক্লোন করতে চাইছে।
কিংবা কলারের সিম থেকে তথ্য কপি করতে চাইছে। এ পদ্ধতিতে সিম কার্ডের তথ্য কপি হয়ে যাওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এরই মধ্যে ভারতের লক্ষাধিক মোবাইল গ্রাহক এ সমস্যায় পড়েছেন বলে অভিযোগ উঠেছে। অনেকে সিমে ব্যাংকের এটিএম, ভিসা বা মাস্টার কাডের গোপন পিন নম্বর ছাড়াও বিভিন্ন ধরনের পাসওয়ার্ড সংরক্ষণ করেন। ফলে এটি অন্যের হাতে চলে গেলে বিপর্যয় হতে পারে।
ঠিক কি কারণে এবং কিভাবে এটি অপারেশন করছে তা ধরতে পারলে এ ধরনের ডাটা হ্যাকিং নিয়ন্ত্রণ করা সম্্ভব। নিরাপত্তা সংস্থাগুলোও এ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে। অবশ্য ভারতের বাইরে অন্য কোথাও থেকে এমন আতংক বা ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। তারপরও আপাতত এ ধরনের অপরিচিত কোডের কল না ধরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুধু কল ধরা নয়, এ ধরনের নম্বর থেকে মিস কল এলেও কল ব্যাক করা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
তবে +৯২ কোডের নম্বর নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকেই। এটি পাকিস্তানের ইন্টারন্যাশনাল সাবস্ত্র্নাইবার ডায়ালিং (আইএসডি) কোড। ভারতে বসবাসকারীদের অনেকেরই স্বজন রয়েছেন পাকিস্তানে। এছাড়া ব্যবসাসহ নানা কারণে অনেকেরই পাকিস্তানের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকেন। ফলে পাকিস্তান থেকে যখন প্রকৃত কল আসছে আতংকে সে কলগুলোও ধরা থেকে বিরত থাকছেন ভারতীয়রা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।