মা, তোমার জঠরে বেড়ে ওঠা এক ফোটা রক্ত বিন্দু আজও এই নশ্বর পৃথিবীতে জীবন্ত । এই বাস্তবতার পারাবারে আজও আমি একা; যেমন একা ছিলাম তোমার গর্ভ-সাগরে । আজও ছুটে বেড়াচ্ছি দেশ হতে মহাদেশে- অতৃপ্ত হৃদয়কে তৃপ্ত করতে । মমতাময়ীর বদনে এক ঝিলিক হাসি ফুটাতে- আজও আমি ফেরী করে বেড়াচ্ছি- শিল্প , সাহিত্য, সংস্কৃতিকে দেশে দেশে । আর তুমি ? তুমি আমায় ফাকি দিয়ে গ্রহন্তর হলে ? এ কেমন ভাল বাসতে বললে মা ? তুমি আমার বুকের পাশে হৃদয় জমিনে থাকলে- বুঝি কম ভালবাসা পেতে ? তাই তো বেশি পাওয়ার আশায় তুমি লুকিয়ে গেলে অচিন কোন ঠিকানায় ! (কিন্তু) যত দূরেই যাওনা কেন মা, তুমি আছ আমার মনাকাশের সেই ধ্রুব তারাটি হয়ে; যাকে তোমার এই পবিত্র রক্তবিন্দু - প্রতিদিন সন্ধ্যাকাশে জ্বলজ্বল করে জ্বলতে দেখে..... মা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।