আমাদের কথা খুঁজে নিন

   

তুই আমায় খুঁজিস!

জ্যোৎস্নাবিলাস!!! তুই আমায় খুঁজিস! অহংবোধ যেদিন ভেঙ্গে চুরমার হবে, মিথ্যে আশা জাগানিয়ারা আর থাকবেনা পাশে, সেদিন তুই আমায় খুঁজিস! সেদিন তুই আমায় খুঁজিস! পাকুড়তলে, ময়ূরাক্ষীতে, অথবা অন্য কোথাও! নিজেতেও খুঁজে নিতে পারিস! আমি হয়তো লুকিয়ে থাকবো, তোর বিরক্তি, অথবা ক্লান্তিতে, অনিচ্ছায়, আবেগে! অথবা শুধুই একটি দীর্ঘশ্বাস হয়ে থেকে যাব, থেকে যাব আমি ভেঙ্গে যাওয়া অনুভূতির মত, টুকরো ভালবাসা হয়ে! আমি থেকে যাব ব্যর্থ প্রেম হয়ে! আমি থেকে যাব, আমার মতই! যেমন ছিলাম তেমন হয়েই! শুধু হাত বাড়ালেই আর ছোঁয়া হবে না তোর! মন বাড়ালেই আর পাবিনা আমায়! তবু খুঁজে যাস! তবু খুঁজে যাস! তোর কবিতায় বা গল্পে, আমি থেকে যাব শব্দ হয়ে!কবি থেকে কবি ঠাই পাব কবিস্বরে!আমায় খুঁজে নিস চিঠির ভাঁজে, পুরাতন গন্ধে! আমি থেকে যাব তুই থেকে তুই অমলিন! তবুও তুই আমায় খুঁজিস!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।