আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমরা বাংলার বুকে নাস্তিক,ধান্ধাবাজ,বিশেষ জায়গার মানুষ।আমরা আর কোন দিন তাদের মতো মানুষ হতে পারবো না কারন আমরা তো ব্লগার।

বেশ কিছু দিন যাবত্‍ দেখতেছি ব্লগ আর ব্লগারদের নিয়ে বেশ আলোচনা। আলোচনা না বরং সমালোচনা। এ দুটোর বিরাট তফাত। কিন্তু ,কয়জনই জানে এই ব্লগ সম্পর্কে। জিনিস ঠিক যেমন নাপিত কে ডেকে এনে গরু ছোলাতে বলল আর কি।

আমার আশপাশের অনেকরেই বলতে শুনছি যে ব্লগ হলো ধান্ধার জায়গা। আমরা এখানে টাকা পয়সার ধান্ধা করি। মানুষের নামে উল্টা প্লাটা লিখি আর সরকার আমাদের টাকা দেয়। আরো নানা মানুষ নানা রকম গল্পই বলে থাকে। যেমন ইচ্ছা তেমন সাজ।

আমার প্রশ্ন সামু আমাদের কত টাকা দিয়ে তাদের ব্লগে রাখছে?সরকার প্রতি মাসে কত হাজার টাকা আমার ব্যাংকে দিচ্ছে আমারো জানতে মন চায়। কীবোর্ডটা হাতে নিয়ে যখন আজ আমরা ধান্ধায় নেমেছি,নাস্তিক হচ্ছি,জেলে ঢুকছি। অন্যায় টা কি আমাদের? নিজের কথা গুলো সবার সাথে শেয়ার করা। কোন সমস্যায় একে অপরকে সহযোগীতা করা,নাকি দেশটাকে একটু হলেও ভালোবাসা। মানুষ গুলোর কাছে ক্যান আমাদের এভাবে ছোট করা হলো।

আমাদেরকে কেন এই নোংরা রাজনীতির বলির পাঠা হতে হলো। কার কাছে জানতে চাবো। সবার তো স্বার্থ উদ্ধার হয়ে গেছে। কিন্তু গোটা দেশের মনে আজ আমরা নাস্তিক ধান্ধা বাজ। আমরা ব্লগার আমরা মানুষ না তাইনা আমজনতা ? D+ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।