বিশ্বব্যাংকের পর এডিবি ঋণ প্রস্তাব প্রত্যাহার করেছে। জাইকা বা আইডিবি একই পথ নেবে তা বলা যায়। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুর পরিকল্পনা মুখ থুবড়ে পড়লো।
সরকার বলছে যে ঘটনা ঘটেনি সে ঘটনায় দুর্নীতি হয়েছে তা বলা যাবে না। এই কথাটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
খুন করার আগে খুনের পরিকল্পনা যেমন অপরাধ, ডাকাতি করার আগে ডাকাতির প্রস্তুতি নেওয়া যেমন অপরাধ তেমনি ঘুষ খাওয়ার আগে তার পরিকল্পনাও অপরাধ। যদি প্রমাণ পাওয়া যায়-- এ রকম একটি পরিকল্পনা হয়েছে তাহলে নি:সন্দেহে তাকে দোষী সাব্যস্ত করা যায়।
ধরে নেই বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা। তাহলে আমাদের হাতে কি প্রমাণ ছিল যাতে তাকে মিথ্যা বলে ধরে নেওয়া যায়? তাহলে সেই মিথ্যাকে আমরা প্রমাণ করে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত যে অন্যায্য সেটি বলা যেত। বিশ্বব্যাংকের সাথে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার জন্য win-win কোনো ফর্মুলা কি বের করা যেতো না? এত উপদেষ্টা, এত বাগা বাঘা কূটনীতিক বা রাজনীতিক তারা কি করেন? বিশ্বব্যাংকও কিন্তু এই চেষ্টা করেনি, তারা হয়তো এই বিনিয়োগ বন্ধ করার কোনো অজুহাত খুজছিল আর আমরা তাদের অনুযোগ অভিযো অবজ্ঞা করে তার পথ করে দিয়েছি।
আসলে এর মধ্য দিয়ে দেশকে পরাজিত করা হয়েছে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।