আমাদের কথা খুঁজে নিন

   

দ্য মোড়ল ধাঁধাঁ - ৩

আরেকটি ধাঁধাঁ- মোড়ল এর গ্রামে ব্রিজ তৈরী হবে। ব্রীজ হলে নাকি গ্রামে কি কি লাভ হবে.... মোড়ল তো তার এক ভাতিজা কে ডেকে বলল--- ভাতিজা ব্রিজ বানাও। ( আমি কিন্তু প্রথম ধাঁধাঁ তেই বলে রেখেছিলাম মোড়লের ১০ ভাতিজার মধ্যে ৮ টাই চোর) এখন ধাঁধাঁ হল....একজন ইন্জিনিয়ার যদি ১ বছরে একটি ব্রিজ তৈরী করতে পারে তাহলে ৮ জন চোর কতদিনে একটি ব্রিজ তৈরি করতে পারবে? ওহ ধাঁধাঁর একমাত্র শর্ত হল--- মোড়লকে খুশি করতে হবে, মোড়লকে খুশি করতে হবে এবং মোড়লকে খুশি করতে হবে। কে কে পারবেন হাত তুলেন!!! বি দ্র: নদীর মাঝি কুবের বাক্স প্যাটরা নিয়ে নদীর পাড়ে দাড়িয়ে আছে.।ব্রিজে করে ঐপারে যাবে। ওপাড়ে কপিলা ডারলিং আছে কিনা!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।