ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ
কাল ইউরো ২০১২ ফাইনালে স্পেন রেকর্ড ৪-০ গোলে ইটালিকে হারিয়ে শিরোপা জয় করেছে। এই জয়ের ফলে স্পেন পরপর ইউরো-বিশ্বকাপ-ইউরো ৩ টি বড় টুর্নামেন্ট জেতার অনন্য রেকর্ডও স্থাপন করলো।
ডেভিড সিলভা প্রথম অর্ধে ১৫ মিনিটেই গোলের সূচনা করে, এবং জোরডি অ্যালবা ৪০ মিনিটে স্পেনকে ২-০ লিড এনে দিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই উভয় দল বেশ ক'টি গোলের সুযোগ পেয়েছিলো। বুফন আর ক্যাসিলাস দক্ষতার সাথে প্রতিহত করে সেই সুযোগ গুলো নতসাৎ করে দেয়।
কিন্তু ৬৪ মিনিটে ইটালির বদলি খেলোয়াড় থিয়াগো মোত্তা (মাঠে নামার কিছুক্ষণ পরেই) হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে ইটালি ১০ জনের দলে পরিণত হয়ে যায়, কারণ ইতোমধ্যেই ইটালি ৩ জন খেলোয়াড়ই বদলি করে ফেলেছে! খেলায় ইটালির ফিরে আসার পথ যেন রুদ্ধ! আর তাতে নীরব আত্মসমর্পণ করা ছাড়া জন কোন উপায়ই দেখতে পায়নি ইটালি দল। এমনকি ইটালি কাণ্ডারি বুফনকেও কেমন নির্জীব দেখা গেছে। তিনি বলে পেয়ে দ্রুত পাস না নিয়ে বরং তাঁকে সময়ক্ষেপণ করতে দেখা গেছে, গোল কিক নিতেও সময়ক্ষেপণ করেছেন। গোল শোধ করার চেয়ে আর কোন গোল খেতে না হয়, সে দিকেই যেন নজর ছিল বেশী। যেন বড় কোন লজ্জায় না পরতে হয়! কিন্তু বিধি বাম।
খেলার ৭৮ মিনিটে রসির ভুল পাস থেকে জাভি বল পেয়ে তোরেসকে বাড়িয়ে দেন আর তোরেস বল জালে পাঠিয়ে দেন (৩-০)। মাত্র ২ মিনিট আগে নামা জুয়ান মাতা ৮৮ মিনিটে ৪র্থ গোলটি করে ইটালির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। আর ইউরো ইতিহাসের পাতায় ফাইনালে বড় পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে ইটালি।
স্পেন দলের একমাত্র সদস্যJordi Alba'র আন্তর্জাতিক শিরোপা জেতার কোন অভিজ্ঞতাই নেই, কাল সেই স্বাধ সে পেলো! সাথে ১টি গোলও!
Spain's David Silva plants his head on a 14th-minute cross from Cesc Fàbregas (1-0)
Jordi Alba sweeps Spain's second goal past Gianluigi Buffon four minutes before the break (2-0)
Fernando Torres slips his finish past the goalkeeper for his third goal of the tournament (3-0)
Juan Mata taps in Spain's fourth goal with two minutes remaining to complete the victory (4-0).
Spain players run from the substitutes' bench to celebrate their victory on the final whistle.
Spain players and coaching staff rejoice with the trophy following their success.
Spain players parade the trophy to their fans following the Kyiv showpiece.
গোল্ডেন বুট তোরেসের
ফাইনালে ১৫ মিনিট মাঠে ছিলেন। আর এই ১৫ মিনিটেই তাঁর পা থেকে এসেছে একটি গোল।
আরও একটি গোল তিনি হয়তো করতে পারতেন। কিন্তু তা নিজে না করে হুয়ান মাতাকে দিয়ে করালেন। আর এই ১৫ মিনিটের ঝলকেই তোরেসের হাতে উঠে এল ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের গোল্ডেন বুট।
গোল করতে সহায়তা করার ক্ষেত্রে জার্মানির মারিও গোমেজও ছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী। তবে ফাইনালের রঙ্গ-মঞ্চে নিজে গোল করা এবং অন্যকে সহায়তা করার জন্যই গোমেজের চেয়ে কয়েক কদম এগিয়ে গেছেন তোরেস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।