ভালো লাগে লিখতে তাই লিখি.............. দারিদ্র, দুর্নীতি আর প্রাকৃতিক হাজারো প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকা আমাদের দেশটির অর্জন খুব সামান্যই। সারা পৃথিবীর কাছে আমরা তৃতীয় বিশ্বের এক গরীব-অভাবী দেশ হিসেবেই বেশি পরিচিত। স্বাধীনতার এত বছর পরেও রাজনৈতিক চরম অস্থিতিশীলতা আর আইন শৃঙ্খলার বিপর্যয়ে আমাদের জীবন প্রতি মুহূর্তে হুমকির মুখে। তবু এতো হতাশার মাঝেও কিছু কিছু মুহূর্ত আসে যখন আমরা দেশের জন্য এক হয়ে যাই । ক্রিকেটে তামিম যখন ছয় কিংবা সাকিব যখন ক্যাচ নেয় সারা বাংলাদেশ গর্জে উঠে।
আমাদের তুমুল সাপোর্ট আর ভালবাসা প্রতিটি জয়ের পিছে বিরাট ভূমিকা রাখে।
ঠিক সেভাবেই মাইক্রোসফট আয়োজিত বিশ্বের অন্যতম সফটওয়্যার প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্ব করছে টিম ইঞ্জিনের "অন্নপূর্ণা" প্রজেক্টটি। সারা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা "ক্ষুধা ও মঙ্গা" দূরীকরণের একটি অসাধারণ সমাধান উঠে এসেছে প্রজেক্ট অন্নপূর্ণায় ।
অর্ধশতাধিক দেশের প্রজেক্টের মাঝে আমাদের প্রজেক্টটি এখন পিপল'স চয়েস অ্যাওয়ার্ড ভোটিং -এ চতুর্থ অবস্থানে আছে আর প্রথম অবস্থানে আছে ভারতের একটি প্রকল্প । গত বছর এই অ্যাওয়ার্ডটি ছিল বাংলাদেশের দখলে ।
এখনই সময় আবারো দেশের মানুষ এক হয়ে বাংলাদেশকে সাপোর্ট দিয়ে ভোট করে যাওয়ার। ভারত জিতার জন্য অনেক জাল ভোট দিচ্ছে, চোরাই পন্থা অবলম্বন করছে। কিন্তু আমাদের সকলের সাপোর্টের কাছে তারা নিশ্চয়ই হারতে বাধ্য। ভারতের প্রজেক্টকে পিছে ফেলে এবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মুকট ধরে রাখা সম্ভব আমাদের সকলের সহযোগিতায় । সীমান্ত হত্যার প্রতিশোধ নিন, বাংলাদেশ কে বেশী করে ভোট দিন।
।
বিশ্বের কাছে বাংলাদেশকে নতুন পরিচয়ে উজ্জ্বল করতে আমাদের প্রতিটি ভোটই অনেক গুরুত্বপূর্ণ । ভোটিং লিঙ্ক :
Click This Link
প্রতি ৩০ মিনিট পর পর ভোট দেওয়া সম্ভব। আগামী ৯ জুলাই পর্যন্ত ভোট দেওয়া যাবে। তাই প্রতিদিন ভোট করুন, চেনা পরিচিত সকলের সাথে শেয়ার করুন ।
ইনশাল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা আমাদের জিতিয়ে দিবেই আর অর্জনের তালিকাটা হবে একটু হলেও দীর্ঘায়িত । সারা পৃথিবী অবাক হয়ে দেখবে জ্বলে- পুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয় ।
ফেসবুকে জয়েন করুন :
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।