আমাদের কথা খুঁজে নিন

   

সিডি ‘খোয়া’ গেছে এটিএন বাংলার

মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল " মাহফুজ কি বলে এসব ??? মাহফুজকে রিমান্ডে নিয়া কইস্সা কয়েকটা থাপ্পর দিলে সব বের হয়ে আসবে। কিন্তু স্বঘোষিত এই হত্যাকারীকে ধরে না কেন ??? মাহফুজরে তো এখন যুদ্ধাপরাধী বলে গালি দিতে মন চাইতেছে। গুরুত্বপূর্ণ কিছু সিডি খোয়া গেছে জানিয়ে থানায় জিডি করেছে এটিএন বাংলা। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে কিছু তথ্যপ্রমাণ রয়েছে বলে বেসরকারি এই টেলিভিশনের চেয়ারম্যান মাহফুজুর রহমানের বক্তব্যের এক মাস পর এই চুরির কথা জানানো হল। শনিবার সন্ধ্যায় তেজগাঁও থানায় এটিএন বাংলার পক্ষ থেকে চুরির ঘটনা জানিয়ে সাধারণ ডায়েরি হয় বলে জানিয়েছেন থানায় উপপরিদর্শক (এসআই) ফয়জুর রহমান। মাহফুজের ক্ষমতা দেখে আমারই মনে হচ্ছে মাহফুজ কি এই জীবনে জেল কি জিনিস দেখব ??? নাকি জেলে যাবার আগেই খালাস ??????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।