আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে “নারীর ক্ষমতায়নে উচ্চশিক্ষা”।
দিনভর কর্মসূচিতে যা থাকছে
দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় হলসমূহ থেকে শোভাযাত্রা সহকারে প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জমায়েত, ৯টা ১৫মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও শোভাযাত্রাসহ টিএসসিতে গমন।
সকাল ১০টায় উদ্বোধনী নৃত্যের পর সকাল ১০টা ৫ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুরু হবে আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান।
“নারীর মতায়নে উচ্চশিক্ষা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি থাকবেন প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও প্রো-ভিসি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন। আলোচনায় অংশগ্রহণ করবেন প্রাক্তন উপাচার্য, প্রাক্তন প্রো-ভিসি, প্রফেসর এমিরিটাসবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিবৃন্দ।
সকাল ১০টায় বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে গবেষণা ও আবিষ্কার বিষয়ক প্রদর্শনী, বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিকাল ৪টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ডিইউডিএস-এর আয়োজনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়া বেলা ৩ টায় স্ব স্ব বিভাগ ও অনুষদে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান, বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল এবং বিকাল ৪টা ৫০মিনিটে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিকাল ৫টায় টিএসসি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন সংগীত বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ। সন্ধ্যা ৭টায় নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটক পরিবেশিত হবে।
এদিকে, ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন প্রাঙ্গণে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাবি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে পান্ডুলিপি প্রদর্শনী, সকাল ১০টায় চারুকলা অনুষদে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলা ১১টায় মার্কেটিং বিভাগের উদ্যোগে সেমিনার, মেলা, রম্য বিতর্ক ও অন্যান্য কর্মসূচি, বিকাল ৪টায় প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বরে আবৃত্তি, দেশাত্মবোধক গান, বাউল সংগীত ও কাওয়ালী পরিবেশন করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।