আমাদের কথা খুঁজে নিন

   

।। সমুদ্রদর্শনে গোটা রাত্রি কেটে যায় ।।

বাঙলা কবিতা যখন গভীর রাত, আমার শয়নকক্ষে বিছানাটা গভীর সমুদ্র হয়ে ওঠে; গর্জে-ওঠা সমুদ্রঢেউয়ের গান, আমি শুনি বারান্দায় বসে; তারপর, নীল এক বাসুকির ফণা জেগে ওঠে বিক্ষুব্ধ ঢেউয়ের মাথায়। আর সেই অদ্ভুত নীল স্বপ্ন-সমুদ্র উড়ে উঠে আসমানের দিকে ছুটে যায়... ভোর-অব্দি আমি কিন্তু বারান্দায়! অপেক্ষায় থাকি; শান্ত খুব, আহত-রক্তাক্ত শয্যা, বিনত ভঙ্গিমা নিয়ে ফিরে আসে ঘরে; আমি খুব নির্বিকার, পৃথিবীর দিকে ছুটে যাই__ সমস্ত রাত্রির নিদ্রা বারান্দায় পড়ে থাকে, সারাদিন অলস ঝিমায়; সন্ধ্যায় ঘরে ফিরে বাসিনিদ্রাগুলো আমি ঝাড়ু দিয়ে ফেলে আসি কর্পোরেশনের ওই নোংরা ডাস্টবিনে। ভাবো তো, কী সুখে আছি! সমুদ্রদর্শনে গোটা রাত্রি কেটে যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।