♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম ১.
..........কিছুতেই মন দিয়ে তার মন বাঁধতে পারলাম না। মনে হলে রোজ একবার করে লজ্জাঘাতে মরি মরি হই। ঈশ্বরেরও কি গলে না হৃদয়; যে হৃদয়ে প্রেমভুত গেঁথে আছে..........
২.
খুব খাপছাড়া হয়ে গেছি আজকাল। যত্ন করে উঠা ফুলকুড়িকেও দুমরে-মুচরে দিতে ইচ্ছে করে। ইচ্ছে করে অকারণেই আছড়ে পড়ে বিলীন হই কাঠকয়লায়।
আদিকালের পানশিতে করে ভেসে গেছে সে,
যাকে নিজের করে পেতে গিয়ে বাধ ঠেকেছে,
যাকে বাধতে গিয়ে দেখি আমি ছেড়া জাল,
যার বাধনে আমি নেই আছে “শূন্য” বেহাল
একদা আমরা দুজন পাখি ছিলাম। দুটো পাখি। কালো আর বাদামি পাখি। দুজনার বিচরণ উদ্যান ছিলো একটাই আকাশ। বসবাস ছিল মেঘের এপার-ওপার।
সেফটিপিনে করে বেঁধে রেখেছিলাম তার আর আমার ইচ্ছেগুলোকে। জানতাম আমরা কেউ হয়তো কোনদিন পথ ভুল করে চলে যেতে পারি নতুন কোন আকাশে কিংবা যদি জং ধরে যায় সেফটিপিনের গায়ে তাহলে খসে পড়তে পারে যা ছিল সব।
জানিনা কেন যে তবুও মনে একটা ক্ষীণ আশা ছিল একদিন হয়তো মিলবো দুজনায় হোক না সে পথ মেঘে ঢাকা। হোক না তাতে দুঃখ আঁকা তবুও হয়তো শান্তি পাবে।
ভাবনার দেয়ালটা অনেক বড়।
তাতে আঁক কষবারও ম্যালা জায়গা তাই বিনামুল্যে তাতে বপন করে দিলাম স্বপ্ন চারা। বেড়ে উঠুক দিনকে দিন। দিঁন
কাটে না দিন গুলো ফুরিয়ে যায়।
কিছুই দাহ হয়নি কিছুই নয়,
যা ভাবছো, তা গেছে নষ্ট সময়,
সামনে আসছে তাঁতিয়ে উঠা রোদ্দুর,
তাতে নিঃশেষ হবে নিশ্চই।
আমার সে পাখি একদিন খুব করে জড়িয়ে ধরে কাঁদলো তখনও বুঝিনি কেন এ রোল।
ঘুমভেঙে একদিন দেখি পড়ে আছে ক’খানি উসকো খুসকো পালক।
নেই পাখি নেই!!
যদি হতাম এক ডানা ভাঙা পাখি যদি তা ভেঙে যেত ঝড়ে, তাহলেও ক্ষীণ আশা থাকতো মনে, একটি ডানা দিয়ে খুড়িয়ে খুড়িয়ে স্বপ্ন দেখতাম। আচমকা যে ঝড়ে গেল ভেঙে দুটো ডানা এখন কি করা থাকে বাকী আর সব তো শেষ। জানিনা কাল কি হবে? আজ শুধু তাই অপেক্ষা মৃত্যুর...
=======================০==================== ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।