আমাদের কথা খুঁজে নিন

   

End of A Fairy Tale

আমি আমার মত থাকতে চাই। কারো ব্যক্তিগত কিছু নিয়ে মাথা ঘামানোর অভ্যাস আমার একদম নেই। হলিউডের হার্টথ্রব হিরো টম ক্রুজ আর কেটি হোমসের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। দীর্ঘ পাঁচ বছরের সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তরুণ প্রজেন্মর এ জনপ্রিয় জুটি। বিচ্ছেদের সিদ্ধান্তটি হোমসের পক্ষ থেকেই এসেছে।

সেলিব্রেটিদের বিয়ে বিচ্ছেদ সম্পর্কিত আইনজীবী জোনাধস উলফ এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘এটা তাদের একেবারে ব্যক্তিগত এবং গোপনীয় বিষয়। ’ হলিউডের সুখী দম্পতিদের একটি বলে বিবেচনা করা হতো এই টম-হোমস দম্পতিকে। ছয় বছর আগে তাদের ঘর আলো করে জন্ম নেয় সুরি ক্রুজ। অবশ্য ৪৯ বছর বয়সী এ অভিনেতার আরো দু’টি সন্তান রয়েছে।

নিকোল কিডম্যানের সঙ্গে বিচ্ছেদের পর টম ক্রুজের জীবন যখন কেটি হোমসের সঙ্গে বাঁধা পড়ে তখন মনে করা হয়েছিল এ জুটি শেষ পর্যন্ত টিকে যাবে। কিন্তু সেলিব্রেটিদের দাম্পত্য জীবন তাসের ঘর তা টম-হোমস দম্পতি আবারো প্রমাণ করলেন। উল্লেখ্য, কেটি হোমসের (৩৩) সঙ্গে টমের বিয়ে হয় ২০০৬ সালের নভেম্বরে। ইতালির একটি প্রাচীন দূর্গে বেশ জাঁকজমকের সঙ্গে বিয়ে অনুষ্ঠান হলেও এটা ছিল টমের তৃতীয় বিয়ে। টম ক্রুজের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার নিউইয়র্কে ডিভোর্স পেপার দাখিল করেছেন কেটি হোমস।

তবে স্ত্রীর এ সিদ্ধান্তে খবই দুঃখভারাক্রান্ত হয়ে পড়েছেন টম। এখন তিন সন্তানের দিকে একাগ্রে মনোযোগ দিতে চান তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।