আমাদের কথা খুঁজে নিন

   

... ... ক্ষতি কি ... ...

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা আমি নাহয় একটু সাধারন ই হলাম ক্ষতি কি ? তোমাদের হতে দূর থেকে দূরে বিচ্ছিন্ন হয়ে না হয় আমি খুজে ফিরি আমার ভেতরে হারানো কোন সত্ত্বাকে , ক্ষতি কি ? না হয় বেচে আছি ভালোবাসার চৌকাঠ পেরিয়ে কানাগলিতে আটকে পড়া নিঃসঙ্গ কোন মানুষের মত , ক্ষতি কি ? না হয় এই জীবন টা বৃথায় যাবে নিজেকে প্রস্ফুটিত হবার আগেই বার বার তাকে মেরে ফেলাতে , না হয় দারিদ্রতা আর বাস্তবতার চাপে ভুলে যেতে বসেছি আমি কি ছিলাম , আমার সপ্নগুলো বা আমি কি হতে চেয়েছিলাম, ক্ষতি কি ? দুমুঠো ভাত যেখানে সপ্ন, একটা চাকরি ... সকালে ঘুম থেকে উঠে রোজ অফিস যাওয়া , আফিস শেষে রোজ বাজারের ব্যাগ হাতে বউ এর হাসিমুখের প্রতিক্ষা করাই কি সেখানে বুদ্ধিমানের কাজ নয় ... না হয় আমি মরেই গেলাম ... নিঃশব্দে খুন করলাম আমার ভেতরের সত্ত্বাকে ... সপ্ন হারানোর বেদনা বয়ে বেড়ানোর চেয়ে এই কি ভালো নয় ... সপ্নের বদলে সেখানে জায়গা করে নেবে ছাপোষা বাস্তবতা। বাস্তবতা আর আমি ... আমিহীন আমি ... সপ্নহীন আমি ... নিঃসঙ্গ আমি ... ... ... ...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।