যা হচ্ছে ভালোই হচ্ছে...যা হবে ভালোই হবে... আবার বলি হলো...১০৬ জন মানুষ বলি হলো...
কতো শোক...কতো কান্না...
কাল নাকি খালেদা যাবে ত্রাণ নিয়ে। খ্যাক!!
কেউ হয়তো ভাববে, ঘুরে ঘুরে সরকারকে জড়ানোর চেষ্টা। আমি বলবো, ঠিক। ঠিক সেই কাজটাই আমি করবো।
রূপকথার বইতে পরতাম মেঘের উপর দীঘি।
আমার দেশে যে সব সম্ভব তা প্রমাণ করলাম পাহাড়ের উপর পুকুর তৈরি করে। আমরা কি না পারি?
হয়তো সেই পুকুর আমাদের মাথায় জল ঢালে নি। জল নয়, মাটি ফেলেছে নেংটো কিছু পাহাড়। পাহাড় গুলোকে নেংটো করার মতো নির্লজ্জ্ব কাজটা করেছে প্রকৃতিকে ধর্ষণকারীরা। আর এই ধর্ষণের দৃশ্য উপভোগ করেছে আমাদের সরকারগুলো।
পারলে তারা ধর্ষকদের উপকরণ সরবরাহ করে।
নেংটা করা এই পাহারগুলো থাকে করুণ অবস্থায়। পানি পেলেই নুয়ে পরে আমাদের উপর। আর আমরা চেয়ে চেয়ে মৃত্যু দেখতে থাকি। আর আমাদের সাথে তা দেখতে থাকে জলবায়ূ সম্মেলন গুলোয় গুরূত্বপূর্ণ পদে থাকা পরিবেশ মন্ত্রী।
কোরিয়ান ইপিজেড মিরসসরাই এলাকায় পাহাড় কেটেছে। একটা দুইটা না। ভাবুন একবার, আইন কোন পর্যায়ে থাকলে বিদেশীরা এদেশে এসে আইন ভঙ্গের সুযোগ পায়??
এগুলোর সাথে ১০৬ মৃত্যুর সম্পর্ক কি??
মৃত্যুগুলো হতো না, যদি পাহাড়্গুলো গাছে জড়িয়ে থাকতো। মৃত্যুগুলো হতো না যদি, পাহাড়ের একপাশ কেটে মাটি সরিয়ে না ফেলা হতো।
আর এসবের জন্য সরকার অবশ্যই দায়ী।
এই ঘটনা এবার প্রথম না। পাহাড়ে কয়েক বছর আগেও শ’এর উপর মানুষ চাপা পড়েছিলো। আবার কেনো মরতে হলো??
একটাই কাজ করা হয়- তাদের সরে যেতে বলা হয়। আমার ঘরে আগুন দিয়ে আমাকে বলা হচ্ছে -ঘর ছাড়??!!
মানুষগুলোকে তো সরতে বলেন, তারা কোথায় সরবে তা মুখ দিয়ে বের হয় না কেনো?এরা কি আপনাদের মতো টাকার বস্তা পেটে বেঁধে রাস্তায় ঘুরে?
নিশ্চিতরূপে এদের সরকার আন্য জায়গায় স্থানান্তর করবে না।
তাহলে তাদের হাতে দুটো অপশন-
১.অন্তত বসতি এলাকার পাহাড় কাটা,পাহাড়ের গাছ কাটা বন্ধ কর
২.আরেকটি মৃত্যু মিছিলের জন্য অপেক্ষা কর, এটাই তোমাদের জন্য ভালো কারণ তোমরা ত্রাণ বিতরণের সুযোগ পাবে
আসল কথা হলো এই মাউষ গুলোকে মারা মানুষ কিসেবে গ্রহণে রাজি নই।
আমাদের কাছে মানুষ হলো বিলাসবহুল দালানে থাকা প্রানীরা। পাহাড়ের গায়ে থাকা এরা স্রেফ আমাদের বোঝা। এদের নিয়ে ভাবার সময় আমাদের নেই। শুধু পারি খালেদার মতো দামী মেকাপ নিয়ে তাদের ঘরে একটু ক্ষণিকের জন্য ঢুঁ মারতে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।