আমি একজন বেকুব। খালি ধরা খাই। আমার পরিবারের লোকজন আমাকে ভাদাইম্যা বলে ডাকে। আমি এখন বাংলা লিখতে শিখে গেসি। এই জন্য আমার এক বন্দুকে বিরিয়ানি খাওয়াইতে হইসে।
কিন্তু টাইপ করতে বেশি কষ্ট হয়। একমাস আগে আমার ভাই আসছিলো ডুবাই থেকে। আমার জন্য খুব সুন্দর একটা সোনার চেইন নিয়া আসছে। বন্দুরা বলে ওটা গলায় দিলে নাকি আমাকে ছাকিব খানের মতো মনে হয়। তাছাড়া আমি দেখতে নাকি খুব হেন্ডছাম।
আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতেছি। রোজার পরে বিয়ে হবে। আপনাদেরকে দাওয়াত দিবো। আপনাদের কারো কাছে কোনো মেয়ে থাকলে আমাকে জানাবেন। আমরা দেখতে যাবো।
আমার একটা টুকটুকে সুন্দর ভাবী দরকার। আমার ভাই ডুবাই শহরে থাকে। অনেক টাকা কামাই করে। এইবার গিয়ে নাকি মুবাইলের ব্যবসা শুরু করবে। তখন আমাকে অনেক দামি একটা মুবাইল কিনে দিবে।
আমি বলেছি আমাকে সেমসাং গেলাকসি মুবাইল দিতে। শুনে ভাইয়া হাসে। ভাবীকেও দামি মুবাইল দিবে। কালকে আরেকটা মেয়ে দেখতে যাবো। আমার মুনে হয় এইটা ভাইয়ার পচন্দ হবে।
কারন ফুটুতে মেয়েটাকে অনেক সুন্দর লাগতেছিলো। একটা লাল শাড়ি পড়েছিলো। সে নাকি ছিটি কলেজে ছাইন্সে পড়ে। আপনারা বেশি বেশি দুয়া করবেন। যেনো ভাইয়ার মেয়েটা পছন্দ হয়।
কুনু ভুল হলে মাপ করবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।