আমাদের কথা খুঁজে নিন

   

ভিক্ষাবৃত্তি

Bringing about gentle and painless death from incurable Death. গতিময় শহুরে রাস্তায় একাকি ভিখারিনি । মূল রাস্তা ছেড়ে ফুটপাতের খুব কাছটি ঘেষে; নর্দমার কোলটি ঘেষে- ভিক্ষার থালা হাতে নতজানু । অলস ভঙ্গিতে চলা পথিকের দেয়া কয়েকটি আধূলী, ছেড়া নোটে থালায় সেজেছে সংসার । থালার মধ্যমনি হয়ে আছেন শ্বাসকষ্টের ওষুদ, সাথে প্রথিত জসা চিকিৎসকের ছোট্ট প্রেসক্রিপশন । বড়ি খাওয়ার নিয়মাবলি, আর বিধিনিষেদের খর্গ ।

নিতান্ত পথিক আমি,শার্ট প্যান্টের পকেট হাতরিয়ে ছুড়ে দেই শিকি আধূলি ভিখারিনির থালায় । অলস ভঙ্গিতে আবার হাটতে থাকি নিজের গন্তব্যে... ভাবণায়, থালায় থাকা ওষুধ আর প্রেসক্রিপশন ! আবার ফিরে যাই সেই ভিখারিনির কাছে । প্রেসক্রিপশন মোতাবেক কিনে দেই সব ওষুদ, সাথে কিছু পথ্য । দিন কয়েক পর আবার সেই ভিখারিনি; একই জায়গায়, একই ভঙ্গিমায়, একই থালা, ওষুদ এবং প্রেসক্রিপশন । ভিখারিনির পাশ ঘেষে বসে শুধালাম, ওষুধে বুঝি কাজ করিনি ? স্মিত হেসে বুড়ির জবাব, বাবা! ওষুদ কাজ করলে খাবো কি ?ওষুদে তো আর পেট ভরে না ! আমার ভেতরে দুমরে মুছড়ে আসা শব্দগুলো, ওষ্ঠ যুগলে এসে থেমে গেল ।

ফেরার পথে পা বাড়াই । স্বপ্নাকাশে রামধনুর অবাক সাত রঙের রঙ্গিন ঘুড়িতে বেঢপ কলহ,মুহুর্মূহ অনাবৃষ্টি,আর বজ্রের হুংকার ! তবে কি প্রতিনিয়ত স্বপ্নের কথা বলে, আশার প্রেসক্রিপশন দেখিয়ে একই কায়দায় আমাদের সব কেড়ে নিচ্ছে, আমাদেরই নির্বাচিত প্রতিনিধিরা ?খরা, জলোচ্ছাস, বন্যা, আর প্রাকৃতিক দূর্যোগের চিত্র তুলে ধরে কাড়িকাড়ি বৈদিশিক মূদ্রায় পাহাড় গড়ে তুলছেন আমাদেরই নির্বাচিত জন প্রতিনিধিরা ?তবে কি ঋণের বোঝা আর মৌলিক অধিকারের প্রশ্নে আমাদের হাতে রইল সেই ভিখারিনির থালা ? তবে কি ভিক্ষাবৃত্তি আমাদের মানসপটে চিত্রায়িত দেয়াল লিখন ? অহংকারি মন অনাবীর্য ধানক্ষেতের আইল ধরে হেটে যায় । গোধূলী যায়, রাত নামে, সকালের সূর্য মস্ত বড় ভিক্ষার থালা হয়ে নেমে আসে এই বাংলাদেশে ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।