আমাদের কথা খুঁজে নিন

   

।। বিধ্বস্ত বাড়িটি ।।

বাঙলা কবিতা দূরদর্শনের মধ্যে দেখতে পাচ্ছি বিধ্বস্ত বাড়িটি; তোমাদেরই বর্তমান দেশের কল্যাণে ক্ষেপণাস্ত্র ছুটে এসে এবড়ো-থেবড়ো করে গ্যাছে তাকে; আর আমার মনে পড়ছে, তোমার ও-মুখ বিষণ্ন, সুন্দর, আলুথালু; যখন রাজার সাথে ছিলে কী জীবন্ত! বাস্তব মনে হতো, মনে হতো, পুরাণের পৃষ্ঠা থেকে উঠে আসা সত্যিকার রাণী! আজ ওই বাড়িটির মতো তুমি চৌচির; কুচি কুচি ছিঁড়ে যাওয়া চিঠি; তোমাকে অচেনা লাগে, অবাস্তব, মিথ্যে মনে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।