আমাদের কথা খুঁজে নিন

   

গান অনুসন্ধান ।

লেখা দেখুন; লেখককে নয় । কয়েকটা গান খুজছি ; এফ.এম এ শুনেছি। গায়ক-গায়িকা,এ্যালবাম কিছুই জানি না। কয়েকটা লাইন শুধু মনে আছে। কেউ লিঙ্ক দিলে খুশি হবো ঃ ১।

তুমি ছাড়া হায় এ রাত,কভু হবে না প্রভাত। (নারী কণ্ঠ) ২। আর থাকবনা দূরে তোমার; বাশব ভাল যতটা চাও, তুমি । (পুং কণ্ঠ ) ৩। তুমি যদি সুর্য হও আমি হবো ভোর; সাওতালি গানের সুরে বাঁধবো দুজন ঘর।

(পুং কণ্ঠ ) ৪। তুমি চোখে চোখ রাখলেই; ঝাপ্সা আধার ঘরে আলোর ঝলকানি আসে। তুমি রঙ্গে সাজালে তুমি থেমে থেমে হাসলে তুমি ভালবাসলে। (পুং কণ্ঠ ) ৫। বেজে উথে পিয়ানো এই হাতে,একাকার হৃদয় আজ সাত সুরে, বলে কথা সাদাকালো রিড গুলো।

(কোনো ব্যান্ডের ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।