ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ
দুর্দান্ত হেডে বালোতেল্লির গোল
১৬ টীমের ইউরো২০১২ এর লড়াইয়ে একমাত্র টীম জার্মানি, যারা দাপটের সাথে খেলেই সেমিফাইনালে উন্নীত হয়েছিলো। অন্যদিকে ইতালী এক রকম ধুঁকতে ধুঁকতে আর ভাগ্যের সহায়তায় সেমিতে এসেছিলো। আর সেই জার্মানি কিনা মুখ থুবরে ধ্বসে গেল সেই ইতালীতেই! ম্যান সিটির স্ট্রাইকার বালোতেল্লির জোড়া গোলে (২-১) জার্মানীর বিদায় ঘণ্টা বেজে গেলো। অথচ খেলার শুরুর দিকেই এগিয়ে যেতে পারতো জার্মানি, কিন্তু ভাগ্য বিড়ম্বনায় আর পিরলোর সচেতনতায় খেলার ৫ মিনিটেই গোল পাওয়া থেকে বঞ্চিত হয় জার্মানি। ক্রুসের নেয়া কর্নার কিক বাউন্স খেলে বুফন গ্রিপে নিতে ব্যর্থ হয়, ম্যাটস হুমেল বল পেয়ে গোলে প্লেসিং করলে গোল লাইন থেকে পিরলো বল ঠেকিয়ে দেয়।
খেলার ১২ মিনিটে জার্মানি সুবর্ণ ও সহজতম গোলের সুযোগ হাতছাড়া করে। বোয়েটেং বুফনকে একা পেয়েও বল জালে ঠেলে দিতে পারেনি। ইতালিও গোলা খাওয়া থেকে আর এক দফা রক্ষা পায়! ১৭ মিনিটে ইটালির মনতোলিভোও গোলের সুযোগ হাত ছাড়া করে, জার্মানির গোলকিপার নুয়ার মনতোলিভ'র নিচু শর্ট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। ১৮ মিনিটে Cassano'ও একটি গোলের সুযোগ সৃষ্টি করেছিলো। এর পর আসে সেই মহেন্দ্রক্ষণ! Pirlo Chiellini থেকে বল নিয়ে Cassano কে দিলে, সে ২জন জার্মান ডিফেন্ডারকে কাটিয়ে ডিবক্সে ক্রস করলে এক রকম অরক্ষিতে থাকা ম্যান সিটির ব্যাডবয় বালোতেল্লি নুয়ারকে কোন রকম ধরার সুযোগ না দিয়ে দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে দেয় ! ফলে ইটালি ১-০ গোলে এগিয়ে যায়।
১ গোলে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে জার্মানি। দুদলেরই কিছু বিচ্ছি্ন্ন সুযোগ আসে, কিন্তু কেও গোল করতে পারেনি, আর সে সময় আচমকা খেলার ৩৬ মিনিটে জার্মানির নেয়া কর্নার থেকে Riccardo Montolivo বল পেয়ে ডিবক্সের সামান্য বাহির থেকে ঠিক মাঠের মাঝ অর্ধে দাঁড়িয়ে থাকা Balotelli কে লং পাস করে, Balotelli বল গ্রিপে নিয়ে অফ সাইডের ফাঁদ গলিয়ে দ্রুত জার্মান গোলপোস্টে এগিয়ে যায় আর ডিবক্সের সামান্য ভিতর থেকে পোস্টে জড়ালো কিক নেন আর এবারও নুয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেনি (২-০)। বিশাল হতাশা নিয়েই জার্মান দল প্রথম অর্ধ শেষ করে। দ্বিতীয় অর্ধে ইটালি কিছুটা ডিফেন্সিভ হয়ে পড়ে, আর জার্মানি তেমন গোলের সহজ সুযোগ সৃষ্টি করতে পারেনি। ইটালি কাউন্টার এটাকে যাবার চেষ্টা করে।
৮০ মিনিটে জার্মানির Kroos এই অর্ধের সহজতম গোলের সুযোগ মিস করে। খেলা যখন ৯০ মিনিট শেষ, আর ইটালি জয়োৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখনি নাটক কিছুটা জমে ওঠে এ্ক্সট্রা ৪ মিনিট যোগে। ৯১ মিনিটে Balzaretti ডিবক্সে Klose কে ঠেকাতে গিয়ে হ্যান্ডবলের ফাঁদে পড়ে যায়। জার্মানি পেনাল্টি পেয়ে যায় আর Ozil তীব্র শর্টে Buffonকে কোন সুযোগ না দিয়ে বল জালে জড়িয়ে দেন (২-১)। জার্মানি হয়তো আর একটি মিরাক্কেলের অপেক্ষায় ছিল।
কিন্তু বিধাতা তাদের পক্ষে ছিলেন না। তাই দুরন্ত জার্মানি ইটালির কাছে নতি স্বীকার করে মাথা নুয়ে ইউরো২০১২ থেকে বিদায় নেয়। জুলাই ১ তারিখে অপর ফাইনালিস্ট গ্রুপ প্রতি্দ্বন্দ্বী স্পেনের সাথে ফাইনালে মুখোমুখি আবার।
জয়োল্লাসে ইটালী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।