একটি ওয়েবসাইটের ডাটা এন্ট্রির জন্যে কিছু লোক আবশ্যক। যোগ্যতাঃ ১. MS Word এ বাংলা ও ইংরেজীতে টাইপ করা জানতে হবে ২. MS Word এ গানিতিক সমীকরণ টাইপ করা জানতে হবে। ৩. বাংলার ক্ষেত্রে অভ্র বা google transliteration (ইউনিকোড সমর্থিত) এ টাইপ করতে হবে। ৪. ওয়েব ব্রাউজিং, সার্চিং, রেজিস্ট্রেশন, ব্লগ পোষ্ট দেয়া- ইত্যাদি সম্পর্কে ধারনা থাকতে হবে। ৫. নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পূর্ণ করে জমা দেয়ার মানসিকতা থাকতে হবে। বেতনঃ আলোচনা স্বাপেক্ষ আগ্রহীরা মেইল করুন নিচের ঠিকানায়। আমরা অতিসত্বর আপনার সাথে মেইলে যোগাযোগ করব। মেইল ঠিকানাঃ মেইলে যা উল্লেখ করবেন- আপনার নামঃ ফোন নম্বরঃ বিকল্প নম্বরঃ (যদি থাকে) পেশাঃ ঠিকানাঃ ডাটা এন্ট্রির কাজ আগে করে থাকলে তার বিবরণ/ লিঙ্কঃ (যদি থাকে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।