আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ ইটালী! না জার্মানী! কে হবে ফাইনালে স্পেনের প্রতিদ্বন্দ্বী!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ ইটালী'র সম্ভাব্য একাদশ ইউরো ২০১২ ফাইনালে ওঠার লড়াইয়ে আজ দুর্বার জার্মানীর মুখোমুখি উজ্জীবিত ইতালী! কে হবে স্পেনের প্রতি্দ্বন্দ্বী! একদল টুর্নামেন্টের শুরু থেকেই এখন পর্যন্ত খেলে যাচ্ছে একই ছন্দে। এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে সামনে বাধা হিসেবে যাকে পাচ্ছে, স্রেফ উড়িয়ে দিচ্ছে তাকেই। আরেক দল শুরুটা করেছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে, অগোছালভাবে এবং ঢিমেতালে। বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত ও পরাশক্তি এ দু’দল ২য় সেমিফাইনালে আজ রাত ১২টা ৪৫ মিনিটে (বিডিটি) মুখোমুখি হবে ওয়ারশের ন্যাশনাল স্টেডিয়ামে । জমজমাট এ সেমির দ্বৈরথে কে জিতবে, কে হারবে! এ দুদলের পরিসংখ্যান কি বলে! সেই ১৯৮৭ থেকে ২০১১ পর্যন্ত ১০ বার পরস্পরে মুখোমুখি হয়ে ইটালী ৩ বার আর জার্মানী ২ বার জয়ী হয়েছে।

বাকি পাঁচটি খেলা ড্র। অবাক করার বিষয় হল প্রতি্দ্বন্দ্বীমূলক কোন খেলাতেই কেও জয় লাভ করতে পারেনি! ৮৮ (১-১) ও ৯৬ (০-০) সালের ইউরোতে ড্র, ২০০৬ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ইটালী জা্মানিকে ২-০ গোলে পরাজিত করে। ওই বছরই প্রস্তুতিমূলক খেলায় ইটালী নিজ মাঠে ৪-১ গোলের বড় জয় পেয়েছিলো। ১৯৬২ সাল থেকে আজ পর্যন্ত ৩০ বারের মোকাবেলায় ইটালী ১৪টি আর জার্মানী ৭টি ম্যাচ জিতেছে। তাই পরিংখ্যান জার্মানীর বিরুদ্ধে ইটালীর আধিপত্যকেই প্রকাশ করছে! তিনবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানী এ টুর্নামেন্টের একমাত্র দল, যারা প্রতিটি খেলাতেই জিতেছে।

মজার ব্যাপার, এবারই ইউরোতে তারা গ্রুপ পর্বের সব খেলায় শতভাগ জয়ী হয়েছে। ‘বি’ গ্রুপ ১-০ গোলে পর্তুগালকে, ২-১ গোলে হল্যান্ডকে এবং একই ব্যবধানে ডেনমার্ককে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে নাম লেখায়। সেখানেও তারা দাপটের সঙ্গে ৪-২ গোলে নাস্তানাবুদ করে ২০০৪ সালের শিরোপাধারী গ্রীসকে। পক্ষান্তরে চিরাচরিত অভ্যাস অনুযায়ী ৪৪ বছর আগে ইউরো চ্যাম্পিয়ন হওয়া ইতালির শুরুটা ছিল নিতান্তই সাদামাটা। ‘সি’ গ্রুপে প্রথম ম্যাচেই ১-১ গোলে ড্র করে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে।

দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে ড্র করে ক্রোয়েশিয়ার সঙ্গে। তৃতীয় ম্যাচে অবশ্য বাঁচা-মরার দ্বৈরথে ২-০ গোলে আয়ারল্যান্ডকে পরাভূত করে শেষ আটের টিকেট কাটতে সক্ষম হয় দলটি। কোয়ার্টারের ম্যাচে ইংল্যান্ডকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ‘আজ্জুরি’রা। জার্মানী দলটা এমনিতেই দুরন্ত-র্দুবার। তবে দলের অন্যতম চালিকাশক্তি বাস্টিয়ান শোয়েনস্টেইগারকে নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল জার্মান শিবির।

কেননা গ্রুপ ম্যাচে এ্যাঙ্কেল ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। এর ফলে দ্বিতীয় সেমিতে দলের হয়ে মাঠে নামার ব্যাপারে সৃষ্টি হয়েছিল সংশয়ের। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে কী, সেমিতে খেলতে পারব কি না, এ নিয়ে আমি নিজেই সন্দিহান। এখন অপেক্ষা ও আশা করা ছাড়া আর কোন উপায় নেই। তবে আমি খেলতে না পারলেও আশা করি জার্মানী ঠিকই জিতবে।

’ তবে আর সংশয়ে থাকতে হবে না ২৭ বছর বয়সী এবং ৬ ফুট উচ্চতার অধিকারী শোয়েনস্টেইগারকে। জাতীয় দলের হয়ে ৯৪ ম্যাচে ২৩ গোল করা ‘শোয়াইনি’কে সেমিফাইনালে খেলার জন্য ‘ফিট’ ঘোষণা করেছেন দলের কোচ জোয়াকিম লো। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘শোয়াইনি এখন সুস্থ। চমৎকার ও অফুরন্ত প্রাণশক্তির অধিকারী সে। তাঁর কাছ থেকে বরাবরের মতো সেমিতেও উদ্ভাসিত নৈপুণ্য আশা করছি।

’ এদিকে ইতালীর তিন ফুটবলার ড্যানিয়েল ডি রোসি, জিওর্গিও চিল্লিনি এবং ইগনাজিও এ্যাবাটে-ও ইনজুরি থেকে সেরে ওঠে সেমির ম্যাচে খেলার অপেক্ষা করছেন। রোসি এবং এ্যাবাটে মাসল ও চিল্লিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন কোয়ার্টারের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে। চিল্লিনি বলেন, ‘আমরা খেলার জন্য এবং দলকে ফাইনালে নেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ’ গোল ডট কমের জরিপে ৪৭.৭% জার্মানীর পক্ষে আর ৪৪.৭ ইতালীর পক্ষে রায় পড়েছে। বাকি ৭.৬% দর্শক মনে করে খেলাটি ড্র হবে।

আমি আজ ইটালীকে সাপোর্ট করবো। আজ আর পেনাল্টি শুট আউট নয়, আমি ফিল্ড গোলেই ইটালীর জয় আশা করছি। GERMANY: Neuer, Boateng, Hummels, Badstuber, Lahm, Khedira, Schweinsteiger, Reus, Ozil, Schurrle, Klose ITALY: Buffon, Abate, Barzagli, Bonucci, Balzaretti, Marchisio, Pirlo, Nocerino, Motta, Balotelli, Cassano. জার্মানী'র সম্ভাব্য একাদশ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।