আমাদের কথা খুঁজে নিন

   

Happy Anniversary of my Accident.

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি এই সেই রাত! (২৮। ০৬। ২০১১) এই রাতের 12:20AM এ আমি তৎকালীন শেরাটনের সামনে বাস এক্সিডেন্ট করে অল্পের জন্যে বেঁচে যাই এবং status dei... "অল্পের জন্য বেঁচে গেলাম বাস দুর্ঘটনার হাত থেকে" ... সকাল গড়িয়ে যখন দুপুর হল ততক্ষণে অনেক comment এলো। ঠিক দুপুর 12:30PM এ আমি রিক্সার চাকা ভেঙ্গে পড়ে যাই এবং CNG'র সাথে দাক্কা খাই প্রচন্ড ভাবে এবং আমার হাত ভেঙ্গে যায়। পরে ডাক্তার বলেন মাসল ফুল করছে হাত ভাঙ্গে নাই।

ব্যায়াম করতে হবে। আমি fb তে পুনঃ একটা status দেই... "শেষ রক্ষা হল না। CNG accident করে হাত ভাঙল। " এক বছর শেষ। আমার হাত ঠিক হল না এখনও।

ডাক্তার আমি আর কত ব্যায়াম করব? Happy Anniversary of my both accident. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।