আমাদের কথা খুঁজে নিন

   

নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্যেজাট তাদের কর্মসুচী প্রত্যাহার তাই তাদের দাবী পুরন করার আহবান

যা সহজ মনে হয় তা কিন্তু সহজ না-নুরবক্ত/১২ শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের এমপিওভুক্তির আন্দোলন প্রত্যাহার দিনের শেষে প্রতিবেদক : শিক্ষামন্ত্রীর আশ্বাসে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ও সংসদ ভবনের দক্ষিণ দিকে তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতা ও পঞ্চগড়ের কালীয়াগণ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সন্ধ্যায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতাদের ডেকে পাঠিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে তাদের চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শহীদুল ইসলাম আরো বলেন, আজ আমরা আমাদের এমপিওভুক্তির ঘোষণার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে অপেক্ষা করবো। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসাসহ স্বীকৃতিপ্রাপ্ত সাত হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা ২৫ জুন সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাব থেকে পদযাত্রা করে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যেতে চাইলে শাহবাগ মোড়ে শিশুপার্কের সামনে পুলিশ তাদের আটকে দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।