জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। জার্মানির একটি আদালত আদেশ দিয়েছে যে স্বাস্থ্যগত কারণ ছারা অল্পবয়সী ছেলেদের খৎনা করানো অপরাধ। কোলনের এই আদালত ঘোষণা করে যে মা-বাবার ধর্মীও অধিকার পালনের চেয়ে একটি ছেলের শারীরিক অখণ্ডতা রক্ষা করার অধিকার আরও বেশি গুরুত্বপূর্ণ।
“লিঙ্গাগ্রচর্মছেদন” শব্দটা গুগল ট্রান্সলেটর থেকে নেয়া।
এটি হাজার বছর ধরে মুসলমান ও ইহুদীদের ধর্মীয় নীতি। এটা নিশ্চিত যে “লিঙ্গাগ্রচর্মছেদন” আর কিছু করুক না করুক একটি ছেলের ধর্মীয় নীতি বোধকে বার বারই শান দিয়ে রাখে। আর সামাজিক শৃঙ্খলার জন্য ধর্মের বিকল্প এখনো হয়নি।
একজন ডাক্তারের আপত্তির উপর ভিত্তি করে এই নীতিটাকে কয়েক মিনিটের একটি আদেশের মাধ্যমে অপরাধের কোঠায় পড়ে গেল। উনাদের মেন্টালিটির এই দুরবস্থা দেখে আমাদের হাসা উচিৎ, নাকি কান্না করা উচিৎ, আমি আমি সিদ্ধান্ত নিতে পাড়ছি না।
আর যাই হোক খবরটা কিন্তু মুখরোচক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।