আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ এখন আমার প্রেমিকা…

চারপাশে যখন সীমাহীন শূন্যতা, ভেঙ্গে পড়োনা বন্ধু। একাই বাচতে শিখ..একাই বাচতে হবে। মেঘ ভিষন একা একটি মেয়ে। মেয়েটার এমন একাকিত্ব আমার ভাল লাগেনা। কেন লাগে না আমি জানি না।

হতে পারে, সবার সাথে সে যেমনই আচরন করুক, আমাকে কখনোই অমান্য করেনি। বরং আমি বুঝতাম আমার কথাগুলো তার কাছে ভীষন মুল্য বহন করত, আর এসব ভেবে আমিও ডুবে থাকতাম চরম ভাল লাগার মধ্যে। একটা উঠতি বয়সি মেয়ের কাছ থেকে পাওয়া এমন ভক্তি, আর শ্রদ্ধা তার প্রতি আমাকে আরও দুর্বল করেছিল। মাঝে মাঝে খুব প্রার্থনা জাগত, আমি যদি এই মেয়েটির একাকিত্বের সঙ্গী হতে পারতাম! আমার সে প্রার্থনা খুব সহজেই সত্যি হয়ে এসেছে। তখন জানুয়ারী মাস, একটা কল সেন্টারে জব করি আমি।

রাত বাজে তখন সাড়ে বারটা। হঠাৎ অপরিচিত নাম্বার থেকে একটা টেক্সট আসে আমার ফোনে। সে আমার সব কিছু জানে, আমি কোথায় জব করছি, কোথায় থাকছি, পড়াশুনা কোথায় করছি ইত্যাদি সবকিছু। আমি অবাক হই। কৌতুহল জাগে..! একটা পর্যাযে বুঝতে বাকি রইল না যে, এ আর কেউ নয়।

আমারই ভাল লাগার সেই প্রিয় মেঘ। এর পর থেকে সে খুব দুষ্টমি করত আমার সাথে । তার দুষ্টমি কখনোই খারাপ লাগেনি আমার বরং আনন্দই উপহার দিয়েছিল । খুব কথা হত প্রতিদিন। দুজন দুজনের কন্ঠ শুনতে পারলেই মহা খুশি।

একটা পর্যায়ে ভাল করেই সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম দুজন। তখন পৃথিবীটা ছিল আমাদেরই। শুধুই আমাদের। একটা চমৎকার পৃথিবী। এভাবে ভালই কাটছে দিন।

একটি একটি করে প্রায় ষোলটি মাস কেটেছে। এরই মধ্য ব্যক্তিগত কিছু সমস্যা আমাকে ভালো করেই পেয়ে বসেছিল যা আমাকে প্রতিটি মুহুর্ত খুবই ভিষন্ন করে রাখত। তবে, কখনো ভাবিনী আমার এরকম দুঃসময়ে সে এমন করে বদলে যাবে, এমন করে কষ্ট দিবে আমাকে। এখন আর সে সম্পর্কের মুল্য দিতে বুঝে না। দুজন দুজন কে ভাল রাখার যে প্রতিজ্ঞা সে ভূলে গেছে সবই।

সে এখন ভীষন অপরিচিত। বেশ কয়েক দিন ধরে কথা হচ্ছে না তার সাথে। তবু এখন আর তার কাছ থেকে দূরে থাকার মুহুর্তগুলো হাজার বছরের মত মনে হয় না আমার। একটু অনুশোচনাও হয় না, সে আমার দ্বারা কোন কষ্ট পাচ্ছে কিনা। বরং আজ মেঘের কাছে আমার হাজার প্রশ্ন, মেঘ তুমি কেন এতটুকু বুঝলেনা আমায়? আমি সব সময় চেয়েছি তুমি ভাল থাক আর সেই তুমি কিনা আমার দুঃসময়ে এতটুকু পাশে দাড়ালে না, উল্টো শাসালে - আমার সমস্যা তোমাকে যেন না ভোগায়।

আমার প্রচন্ড মন খারাপ হয়েছিল। আমার মন খারাপ জেনেও একটুও শান্তনা দিতে আসনি তুমি বরং উপহাস করেছ, রেখেছ তীব্র মানসিক যন্ত্রনায়। তোমাকে এমন ভাবিনী কখনোই। তাই, বিদায় বেলায় যখন তুমি খুব কাদছিলে, মনে হচ্ছিল এর সবই মিথ্যে, সবই ছলনা। আজ আর তোমার জন্য তীব্র কোন অনুভুতি কাজ করেনা আমার।

তবে, মাঝে মাঝে খুব কষ্ট লাগে, নিজেকে খুব অপরাধী মনে হয়। মনে হয় বড় কোন ভূল করেছি আমি; তোমাকে ভালবেসে নতুবা তোমাকে ছেড়ে এসে। তাই এখনো আমি তোমার কাছে ক্ষমাপ্রার্থী। যদি পার ভূলে যেও সবকিছু; সেই অসংখ্য নির্ঘুম রাত, কাছাকাছি থাকার সমস্ত প্রহর, সুমধুর সবগুলো স্মৃতি। ভালো থেকো।

অনেক ভাল।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।