আমি পথিক কয়েক বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম কোটা টিংগি ঝরনায়। জায়গাটা মালয়েশিয়ার জহুর বারুর কাছে। আপনাদের সাথে শেয়ার করলাম কিছু ছবি। হয়তো আপনাদের ভাল লাগতে পারে। বর্ডার পার হয়ে ওপারে যেয়ে দেখি লম্বা ট্রাফিক জ্যাম .. মূল ফটক : ভিতরে প্রবেশের পর একটা তেমাথা । এখান থেকেই ঝরনার রাস্তা শুরু.. ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম... ঝরনার পানি উপর থেকে এসে এদিক দিয়ে প্রবাহিত হয় । আর তাই তা সংরক্ষনের ব্যবস্হা নেয়া হয়েছে। যা একটা লেকের মত আকৃতি নিয়েছে। অবশেষে আমরা তার সামনে ... অজানা পথ : এর সৃস্টি স্হলের সন্ধান পাই নাই.. মেলা দূর হাটছি.... উপর থেকে পানি এভাবেই নিচে পড়ছে...অবিরাম ধারায়...... অনেক মানুষের সমাগম হয় ছুটির দিনগুলিতে.... দুস্তের মন উদাস হইছে..... রাস্তার পারে বাড়ি.... হাইওয়ে.....ঘরে ফেরার পালা.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।