আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় রুদ্র কবিতা

আমি আসাদ চিল-ডাকা নদীর কিনারে তাহলে প্রস্তুত হও। আমাদের ফিরে যেতে হবে সেই চিল ডাকা নদীর কিনারে, সেই সাদা শংখভোর, ভাটিয়ালি, একতারা, সিঁধুর আশ্রয়- সে আমার মুগ্ধপ্রান, সে-আমার হারানো হরিনপুর। এই ভুল অরন্যের পথে-পথে এতোদিন কেটেছে জীবন, আমরা কি হারাইনি লালনের একতারা মাটির হৃদয় আমরা কি হারাইনি প্রিয পথ, পিযতম গ্রামের ঠিকানা ? উদ্বাস্তু জীবন নিয়ে এইভাবে কতোদূর যেতে চাও বলো ! জন্ম পরিচয় নেই, জন্মের মাটি তো আছে- সেই মাটি সত্য হোক, সেই দেহে সত্যবদ্ধ আসুক পরান, আমাদের তীর্থ হোক অঘ্রানের শস্যপূর্ন ফসলের মাঠ। তাহলে প্রস্তুত হও। অপর বেলার বাশিঁ বেজে ওঠে দূরের তুফান, চেতনার যে-কুয়াশা গেড়ে আছে হলুদ শিকড় আজ তাকে খুলে ফ্যালো, খুলে ফ্যলো রুগ্ন শাখা, বিষন্ন বাকল আমাদের ফিরে যেতে হবে সেই চিল ডাকা নদীর কিনারে........  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.