আমাদের কথা খুঁজে নিন

   

নীল, নেফারতিতি কিংবা একফোঁটা ঈশ্বর

মাথায় টোকা মাইরা দেখেন তো ফাঁপা আওয়াজ আসে নাকি! নীলের ক্রুসেড নীলের অবগাহনে কেন পদ্ম ভাসাও নীল তো এসব কিছুই চায়নি বিলাসী দিগন্তের মরিচিকায় সে ক্লান্ত সবই যে আদিখ্যেতা মনে হয় একমুঠো সুখ হয়ে হাসি ঝরাতে চেয়েছিল তোমরা ওকে বিষাদের কাফন পরালে? স্নিগ্ধ শিফন জরিয়ে জ্যোৎস্নাবীর মায়া বাড়াতে চেয়েছিল তোমরা ওকে কান্নার রঙ দিলে অবুঝ তরুণের ভালবাসা পূর্ণ খাম হয়েছিল তোমরা ওকে প্রত্যাখ্যানের শেকলে বাঁধলে স্বার্থপর তোমরা নিজের বোঝ নীল আজ বন্দি তোমাদের ভালবাসার কারাগারে রক্ত ঝরায়ে শ্রাবণের আকাশে কলঙ্ক লেপনা স্বপ্নটুকু হতাশার কাঁটাচামচে গেঁথে নাও বর্ণহীন ভালোবাসায় দুফোঁটা সন্দেহ মেশাও হ্যালোজেন আঁধারে নীলের ক্রুসেড নেফারতিতি নেফারতিতি, ছোট্ট তবে ভালবেসেছিল এমন একটি নাম পঙ্কিল চঞ্চুমল্লিকায় যার শব্দের ফুলকি ঝরত যে ছটফটে দৃষ্টির কাছে অযথাই হার মানতাম এটা চাই, সেটা চাই বলে বিরক্ত করত আমি হাসি মুখে সে বিরক্তি উপভোগ করতাম ভালবাসবে বলে নিজের শুদ্ধতা আমায় দিয়েছিল নেফারতিতি, ছোট্ট তবে ভালবেসেছিল এমন একটি নাম অপূর্ণ আমায় রেখে ডানা ঝাপ্টে নিখোঁজ হল নেফারতিতি, ক্ষমা কর না তোমার নামটিকে যারা বাজে কাগজের বাক্সে ফেলে দিতে চায় তোমার আগমনী বার্তায় যাদের ভ্রুকুঞ্চিত হয় যাদের কারণে তোমার অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয় ক্ষমা কর না নেফারতিতি তোমার স্বপ্নগুলো যারা ভালবাসার বিষে নীল করে দেয়। ঈশ্বর ভর্তসনা হা ঈশ্বর! তোমায় ভর্তসনা করেছিলেম, দুফোটা অশ্রু ঝরিয়েছিলে সম্মোহনীর আগমনি বার্তায়। অর্বাচিনের সুখবিলাস রৌদ্রোজ্বল শিশির কণায় ধুয়ে নিলে। ঘোর লাগা সবুজ বাস্তবতার শুয়োপোকার ঘরবসতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।