আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! একটা পরিচিত মেয়ে নাম মিতা। আজ তার জন্মদিন। তার জন্মদিনে আমি একটা কবিতা লিখলাম, দেখুনতো কেমন হলো: শুকনো ডালে সবুজ পাতা, শুদ্ধ করে মন ভগ্নস্তুপে ফুল ফুটেছে হৃদয়ে আলোরন। জং ধরা এ জঙ্গলে, জল জয়িতা তুমি নম্র সুরে নজরানা দিলেম, নগ্ন হাতে চুমি। মহানন্দে মহাত্মা তাই, মতিচ্ছন্ন হয় দিগন্তের দিয়াছায়া দীঘল হয়ে রয় । নবকলিকা, নয়নমনি-ওগো নাটাই ছাড়া ঘুরি মিলিয়ে প্রাণে, মিতালে ক্ষনে, তারিফ নাও আমারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।