আমাদের কথা খুঁজে নিন

   

যখন আমার রাগ হলো, ইচ্ছে হলো দুহাত দিয়ে দেই টিপে তার গলা

যখন আমার রাগ হলো - ইচ্ছে হলো দুহাত দিয়ে দেই টিপে তার টুটি, আজীবনের জন্য তার হোক বদমাইশির ছুটি। দুমুখো সাপ, এক টানে তোর ছিড়বো জিবের গোড়া দশ টুকরো করে দেবো এক টুকরোয় জোড়া। আচঁডে দেবো? কামড়ে দেবো? নাকি তুলেই আছাড় দেবো? গুন্ডা দশেক লেলিয়ে দেবো পাগলা কুকুর খেলিয়ে দেবো? জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দেবো। দুই হাতে কান মুলিয়ে দেবো টান দিয়ে চুল ছিড়েই দেবো। মৌচাকে ঢিল ছুঁড়েও দেবো বিষাক্ত হুল ফুঁটিয়ে দেবো।

বাঘের খাঁচায় আটকে দেবো কেইস দিয়ে ফাটকে দেবো। জ্যান্ত পুঁতে কবর দেবো পেপারে তার খবর দেবো তলোয়ারটা শানিয়ে নেবো। কল্লাখানা নামিয়ে দেবো। বিষ শরবৎ গুলিয়ে নেবো নিজের হাতে গিলিয়ে দেবো আত্মারামটা দুলিয়ে দেবো ভুতেরগলি পাঠিয়ে দেবো। সুঁই দিয়ে মুখ সেলাই দেবো উপর থেকে ফেলাই দেবো ছাল ছাড়িয়ে শুঁকাই নেবো ছাদের তারে মেলাই দেবো।

চামড়া দিয়ে ডুগডুগাবো সারে গামা পাধা গাবো কাঁটাঘায়ে লবন দেবো গরম তেলে ফোঁড়ন দেবো। গ্রাইন্ড মেশিনে গুড়গুড়াবো মুড়ির মত মুড়মুড়াবো ধোঁপার বাড়ি পাঠিয়ে দেবো ধোলাই করে ফিরিয়ে নেবো। ধোলাইখালেই পাঠিয়ে দেবো? পার্ট বাই পার্ট খুলেই নেবো জন্মেও আর জুড়বো না তা হিংসুক আর মিথ্যে যা তা। সমুদ্দুরে ডুবিয়ে দেবো পাথর বুকে চাপিয়ে দেবো রেইললাইনে ধরবো গলা ঘুচবে তখন ছলাকলা। ল্যাঙ মেরে ঠ্যাং ভেঙে দেবো গাছের আগায় টাঙিয়ে দেবো।

নখের ডগায় পিন ফুটাবো কানের গোড়ায় টিন বাঁজাবো। বুকের পাঁজর মাড়িয়ে দেবো অচিনপাখি উড়িয়ে দেবো চৌদ্দপুরুষ ভুলিয়ে দেবো ফুলিয়ে বেলুন ফাটিয়ে দেবো। হাঙর দিয়ে খাইয়ে দেবো ভাটির টানে ভাসিয়ে দেবো হাজার মাইল হাঁটিয়ে নেবো একশো বছর খাঁটিয়ে নেবো। শিলনোড়াতে থেতলে দেবো চপার দিয়ে চপচপাবো টুকরো করে আঁচার দেবো ভাতের সাথে মিশিয়ে খাবো। না না ওকে কাঁচাই খাবো লবন মরিচ মাখিয়ে নেবো? ওয়াক থু থু ছুড়েই ফেলি ট্রাকের চাঁপায় মেরেই ফেলি।

কিংবা টম আর জেরীর মত হাতুড়ীটা জায়গামত তাক করে ঠিক মাথায় মাঝে ধাই করে দেই ঘিলুর ভাঁজে। দেখুক সরষে ফুলগুলো সব চোখের তারায়, ভীষন আজব ভনভন ওর ঘুরুক মাথা ধরবো সেথা উলটো ছাতা। চুন মাখিয়ে সারা মুখে কালি দিয়ে আঁকবো সুখে উলটো গাঁধায় চড়িয়ে দেবো ঢাকা শহর ঘুরিয়ে নেবো। কিল, চড় আর লাঠির বাড়ি কোনটা আমি ভালো পারি??? তারচে বরং ভুলেই যাবো রাগটা না হয় তুলেই নেবো। না না না কখনও না তাহার কাছে হার মানিনা রাগটা থাকুক, ভীষন দামি তাকেই ভুলে যাবো আমি।

ইরেজারের ঘসায় ঘসায় ছাল চামড়া খোসায় খোসায় পুরু করে তুলবো তারে আমি ছাড়া আর কে পারে? এটাই আমার পারতে হবে তাকেও যে শিখতে হবে কষ্ট পেয়ে দেখতে হবে ভীষন কঠিন জগৎটাকে। মানতে হবে জানতে হবে একদিন ঠিক কাঁদতে হবে ঠিক যেমনই তাহার তরে আজ কেঁদেছি আমি ! সেদিন তাকে বুঝতে হবে কাউকে তাহার খুঁজতে হবে জয় পরাজয়, ক্ষোভ বিদ্বেষ লাভ আর ক্ষতির হিসেব নিকেশ! সব পেরিয়ে বুঝবে যেদিন পৃথিবীতে একটি জিনিস সবচাইতে দামী!!! উৎসর্গঃ একজন শত্রুকে ......  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।