আমি একা নই......আরও অনেকে আমার সাথে । বাংলাদেশের স্থপতি, পাকিস্তানের দুঃশাসন থেকে আমাদের মুক্তির পথ দেখানো সেই মহামানব, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নির্ভর একটি চলচ্চিত্র “ দ্যা পয়েন্ট অব পলিটিক্স” নির্মাণের একটি স্বপ্ন বহুদিন ধরে মনের গহীন কোনে লালন করে আসছিলেন প্রখ্যাত কলামিস্ট ও আমাদের একুশের সেই বিখ্যাত গানের রচয়িতা শ্রদ্ধেয় আব্দুল গফফার চৌধুরী। জাতির জনকের জীবনের সঙ্গে মিশে গিয়ে বঙ্গবন্ধুর চরিত্র ফুটিয়ে তুলবেন এমন একজন বিখ্যাত অভিনেতা কে তিনি খুজছিলেন। বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্বকে যথাযথভাবে উপস্থাপনে অমিতাভ ছাড়া আর কাউকেই তিনি কল্পনা করতে পারছিলেন না৷ এবং তার চোখ সবসময় ভারতের বিগ বির দিকে চাতক পাখির মতন চেয়ে ছিল। কিন্তু অমিতাভ বচ্চন গফফার চৌধুরী কে ফিরিয়ে দিয়েছিলেন এই বলে “বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্বের নাম ভূমিকায় যদি তিনি তার মতো অভিনয় করতে না পারেন তাহলে তাকে খাটো করা হবে৷ এটা কোনোভাবেই তিনি করতে চান না৷ শুধু তাই নয়, তার সারা জীবনের অর্জিত সাফল্যও প্রশ্নবিদ্ধ হতে পারে “।
অমিতাভের এমন উক্তিতে গফফার চৌধুরী খানিক হতাশ হলেও হাল ছাড়েন নি। তিনি নানাভাবে বিগ বি কে বুঝাতে থাকেন। এবং শেষ পর্যন্ত বিগ বি রাজি হন বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবার জন্য। শুধু বিগ বি নন, তার পরিবার ও এইখানে বিশাল এক সাপোর্ট দিতে সম্মতি জানিয়েছেন। বঙ্গবন্ধুর যুবক চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন এবং বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামাল হবেন ঐশ্বরিয়া রাই৷ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন আমাদের দেশের বন্যা মির্জা।
ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও মানবাধিকার সংগঠক শাবানা আজমী, শর্মিলা ঠাকুর, বাংলাদেশের অভিনেতা খায়রুল আনাম সবুজ সহ অনেকেই বিনা পারিশ্রমিকে এ ছবিতে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন।
চলচ্চিত্রটির স্ক্রিপ্ট লিখেছেন গফফার চৌধুরী নিজে। এটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনাগাল। এ ছবিতে কাদেরিয়া বাহিনী এবং কাদের সিদ্দিকীর বীরত্বপূর্ণ ভূমিকার বিবরণও রয়েছে৷ বঙ্গবন্ধুকে নিয়ে এই চলচ্চিত্রে চরিত্র রয়েছে ৮০টি৷ চরিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহোরাওয়ারদি, শেরে বাংলা এ কে ফজলুল হক, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সৈয়দ নজরুল ইসলাম। চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা।
এবং পুরো অর্থ লগ্নী করবেন প্রবাসি বাঙালি ও বঙ্গবন্ধুকে ভালোবাসেন এমন সব মানুষ। এটি প্রথমে ইংলিশ ভার্সনে নির্মিত হলেও পরবর্তীতে বাংলায় ডাবিং করে সারা বিশ্বে প্রচার করা হবে।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা শ্রদ্ধেয় গফফার চৌধুরী। এবং অমিতাভ বচ্চন, তার পরিবার এবং ভারতের সকল অভিনেতা ও অভিনেত্রীদের।
সুত্র: বিডি ব্লগার মোসাদ্দিক উজ্জল এর ফেসবুক একাউন্ট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।