সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লখতে জিগার সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি বিলাদত শরীফ লাভ করেন পবিত্র শা’বান মাসের ৫ তারিখে। বিলাদত শরীফ-এর পর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার কান মুবারক-এ আযান ও ইকামত দিয়ে দোয়া করেন। সাতদিন পর আকীক্বা করে উনার নাম মুবারক রাখেন হযরত ‘হুসাইন’ আলাইহিস সালাম। উনার বিলাদতের কারণে এ মাসটি আরো বরকতময় হয়েছে। উনার সংক্ষিপ্ত পরিচিতি নিম্নরূপ:
১. তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লখতে জিগার নাওয়াসা।
২. তিনি আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনাদের আদরের দুলাল লখতে জিগার আওলাদ।
৩. তিনি জান্নাতী যুবক উনাদের সাইয়্যিদ। সুবহানাল্লাহ!
৪. তিনি সাইয়্যিদে শুহাদায়ে কারবালা এবং বাতিলের আতঙ্ক।
৫. তিনি আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমাম আলী আওসাত যাইনুল আবিদীন আলাইহিস সালাম উনার সম্মানিত পিতা।
এছাড়াও উনার লক্ষ-কোটি মর্যাদা-মর্তবা, ফাযায়িল-ফযীলত বর্ণিত রয়েছে।
তিনিই বিলাদত শরীফ লাভ করেছেন ৫ই শা’বান শরীফ-এ। অতএব, আমাদের দায়িত্ব-কর্তব্য হবে, এদিনটিকে ঈদ বা খুশির দিন হিসেবে বরণ করে নেয়া।
সুবহানাল্লাহ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।