আমাদের কথা খুঁজে নিন

   

চল আসি ঘুরে

সাগরের জলে ভেসে চল আসি ঘুরে নগর বন্দর ছেড়ে পাহাড়ের দেশে যেখানে ভোরের সূর্য জেগে উঠে ভোরে পাখির মধুর গানে কুয়াশায় হেসে। যেখানে দ্বীপের দেশ বাতাসের খেলা সারিসারি ঝাওগাছ চকচকে বালি আমরাও একদিন ভাসাবই ভেলা চলে যাব সেই খানে সব কিছু ফেলি। নগরের যাতনাতে সব ক্লান্ত দেহ চারিদিকে ঘুরে ফিরে খুঁজিছে আবাস একদিন চলে যায় অবেলাতে কেহ দু'হাতে বাজেনা বাঁশি বলেনা সাবাস অবশেষে পরে থাকে মরাদের হাড় শেয়ালে কুকুরে খায় অস্থিমজ্জা সার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।