বাঙলা কবিতা ।। দেনা-পাওনা ।। ------------- যেদিন ক্ষয়িষ্ণু চাঁদ নেমে এলো পদ্মদিঘির পাড়ে, ভেবেছিলাম, চাইবো কিছু দু'হাত পেতে; যেই দাঁড়ালাম মটরশুটির ক্ষেতে হঠাৎ দেখছি, আ রে! চাঁদই তখন বাড়িয়ে দিলো ভিক্ষা ঝুলি! আমার তেমন নাই তো কিছুই! সঙ্গে কেবল এক আধুলি; ওটাই দিলাম। পূর্ণিমাতে__ এখনও চাঁদ কৃতজ্ঞতায় প্রতিমাসে আধুলিটাই দিতে আসে! আমি তো চাই অধিক কিছুই! ভাবছি এবার চন্দ্রিমাতে জ্যোৎস্নাকে তার করবো নীলাম... ..................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।