আমাদের কথা খুঁজে নিন

   

।। জব্বার কাগু যখন স্প্যামার ।।

যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!! ইদানীং ফেসবুক প্রাপ্ত বিনুদুনের সংখ্যা দিনদিন বাড়তেছে । ফেসবুকে লগ ইন দিলেই চোখে পড়ে শত শত বিনুদুনের আধার । এসব বিনুদুন দেখে মাঝে মাঝে খিলখিল করে হাসি , মাঝে মাঝে 'আবাল' বলে গালি দেই। আজকে ফেসবুকে লগইন করে এক বিশাল বিনুদুনের মুখোমুখী হইলাম । মোস্তফা জব্বার ( আমাদের কাগু ) বাংলাদেশের বিখ্যাত(!) , স্বনামধন্য আইটি(!) বিশেষঅজ্ঞ (!) ফেসবুকে দেদারসে স্প্যামিং করে যাচ্ছেন।

মোস্তাফা জব্বার সাহেব ফেইসবুকে বসেন এখন কেবল স্প্যাম করার জন্যই। এতদিন অভ্র-এর বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, এখন অভ্র-র মতো কাজ করে এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন, যখন দেখছে যে সফটওয়্যারটিকে কেউ পাত্তা দিচ্ছেনা তখন ডাউনলোড লিংক দিয়ে বিভিন্ন গ্রুপে গণহারে স্প্যাম শুরু করেছে। হেহেহেহেহে !!!! আসেন দেখি আমার এক ফেসবুক ফ্রেন্ড আরিফুল ইসলামের নেওয়া স্ক্রিন শট শট গুলো স্পষ্ট নয় বলে আমি গ্রুপে ঢুকে আরও একটি নিলাম । একটু বড় করে দেখি উনি কি লিখছেন আরও বেশ কিছু গ্রুপে উনি গণহারে স্প্যামিং করে গেছেন। অনেকের চোখে হয়তো পড়েছে ।

মোস্তফা জব্বারের অ্যাকাউন্টটি ফেইক , তা বলা যাবে না । কারণ তার প্রতিটা কাজের , প্রতি ঘণ্টার আপডেট এতে পাওয়া যায়। আর উনার ফ্রেন্ড লিস্টে উনার কাছের মানুষরাও আছে । তাই বলা যায় উনি নিজেই এমন টা করছেন। ধুর , এতো কিছু বলতে ভালো লাগছে না ।

মজা নেন আপনারা । ভালো থাকুন । শুভকামনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।