বাঙলা কবিতা নীল একটা পাহাড়ের খোঁজে বহুবার গেছি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বহুবার গেছি তনচংগ্যা পাড়ায়, বোমং পল্লীতে, লুসাইদের গ্রামে; চন্দ্রিমার মধ্যপ্রহরে পাহাড় খাঁড়িতে চুপচাপ ব'সে, দেখেছি, সবুজ কীভাবে নীল হয়ে নীলিমায় যায়__ একটা নভোযানের মত আকাশের ওই উঁচুতে উড়ে গেলে পরিত্যাক্ত চিহ্নে বসে, আমিও দেখেছি, তার খসে যাওয়া দু'একটি পালক, গড়াগড়ি যায়, খুবই চাপা আর্তনাদ করে; আমি সেই কান্নার পাশে বসে অশ্রু ও শিশিরে ভেদাভেদ খুঁজেছি অনেক! প্রত্যূষে পাহাড় ফের নেমে এলে আমাকে চেনেনি, ধমকের সুরে বলেছিলো: তুমি কেন সমতল ফেলে? বলতে পারিনি তাকে আমিও তো পাহাড়ের ছেলে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।