বাস্তবতা নিয়ে কথা বলতে চাই। ভাবতেই মনের ভিতর কেমন যেন খচ্ করে উঠে। মাহি নেই!
শিশু মাহিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি ৭০ ফুট গভীর কুয়া থেকে। গতকাল রোববার কুয়া থেকে উদ্ধারের পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত বুধবার রাতে বাড়ি সংলগ্ন কুয়ায় পড়ে গিয়েছিল ৪ বছর বয়সী মাহি।
এতে ভারতজুড়ে তার জন্য প্রার্থনা শুরু হয়েছিল।
ভারতের হরিয়ানা প্রদেশের গুরগাঁওয়ে বাড়ির সামনের কুয়ায় বুধবার রাতে পড়ে যায় মাহি। বাড়িতে তখন চলছিল তার চতুর্থ জন্মদিনের আয়োজন। রাতেই তাকে উদ্ধারে নামে দমকল বাহিনী। ওই কুয়ার পাশে পরপর দুটি গর্ত খনন করে তারা।
কিন্তু বিশাল পাথরের বাধার কারণে উদ্ধার বিলম্বিত হয়। কুয়ায় অক্সিজেন সরবরাহ করে মাহিকে জীবিত রাখারও তৎপরতা চালায় কর্তৃপক্ষ। চারদিন ধরে ভারতীয় টিভি মিডিয়ার মাধ্যমে উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করেন কোটি কোটি উদ্বিগ্ন ভারতবাসী। গতকাল দুপুরে শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
চিকিৎসকরা জানান, উদ্ধারের আগেই মাহি মারা গেছে।
তথ্যসুত্র : সমকাল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।