আমাদের কথা খুঁজে নিন

   

The poet of politic .....

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায় অবশেষে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করতে রাজি হলেন অমিতাভ বচ্চন৷ শুধু তাই নয় বঙ্গবন্ধুর যুবক চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন এবং বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামাল হবেন ঐশ্বরিয়া রাই৷ বঙ্গবন্ধুর জীবন নির্ভর ইংরেজি চলচ্চিত্র ‘দ্য পোয়েট অব পলিটিক্স’-এ অভিনয়ের জন্য গত দেড় বছর থেকেই বিগ বি অমিতাভকে রাজি করানোর চেষ্টায় ছিলেন বিশিষ্ট কলামিস্ট এবং অমর একুশের গানের রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী৷ এজন্য গত বছর তাকে মুম্বাই পর্যনত্ম ছুটে যেতে হয়েছিল৷ ভারত থেকে ফিরে তিনি হতাশ হয়েছিলেন৷ বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্বকে যথাযথভাবে উপস্থাপনে অমিতাভ ছাড়া আর কাউকেই তিনি কল্পনা করতে পারছিলেন না৷ ‘দ্য পোয়েট অব পলিটিক্স’-এর কাহিনী তারই লেখা৷ আব্দুল গাফ্ফার চৌধুরী এ প্রসঙ্গে বললেন, অমিতাভ বচ্চনের সম্মতির খবরটি আমাকে বড়ো ধরনের টেনশন থেকে মুক্ত করেছে৷ আমি অন্য কাউকে ঐ চরিত্রে কখনো কল্পনা করিনি বলে অসহায় বোধ করছিলাম৷ ওয়াশিংটনে এনার বিশেষ প্রতিনিধি হার\”ন চৌধুরীর বাসায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কথা প্রসঙ্গে ২৮ এপ্রিল গাফ্ফার চৌধুরী আরো বলেন, গত বছর হাতে স্ক্রিপটি দেওয়ার পর অমিতাভ তাকে বলেছিলেন, বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্বের নাম ভূমিকায় যদি তিনি তার মতো অভিনয় করতে না পারেন তাহলে তাকে খাটো করা হবে৷ এটা কোনোভাবেই তিনি করতে চান না৷ শুধু তাই নয়, তার সারা জীবনের অর্জিত সাফল্যও প্রশ্নবিদ্ধ হতে পারে৷ গাফ্ফার চৌধুরী বলেন, ‘অবশেষে অমিতাভ বচ্চনই শুধু নন, তার গোটা পরিবার সে চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করলেন৷ আমি অভিভূত৷’ গাফ্ফার চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের নাট্যাভিনেত্রী বন্যা মির্জা৷ ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও মানবাধিকার সংগঠক শাবানা আজমী, শর্মিলা ঠাকুর, বাংলাদেশের অভিনেতা খায়র\”ল আনাম সবুজসহ অনেকেই বিনা পারিশ্রমিকে এ ছবিতে অভিনয় করতে সম্মতি দিয়েছেন৷ এ ছবির পরিচালনা করবেন ভারতের শ্যাম বেনেগাল৷ ইতিমধ্যেই তার সঙ্গে চুক্তি হয়েছে৷ শ্যাম বেনেগালও বিনা পারিশ্রমিকে আমাকে সার্বিক সহায়তা প্রদান করতে পারেন বলে আশা করছি৷’ গাফ্ফার চৌধুরী বলেন, এ ছবিতে কাদেরিয়া বাহিনী এবং কাদের সিদ্দিকীর বীরত্বপূর্ণ ভূমিকার বিবরণও রয়েছে৷ ভারতে নির্মিত গান্ধী ছবিতে ৬০টি চরিত্র ছিল৷ বঙ্গবন্ধুকে নিয়ে আমার এ ছবিতে চরিত্র রয়েছে ৮০টি৷ চরিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়াদর্ী, শেরে বাংলা এ কে ফজলুল হক, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সৈয়দ নজর\”ল ইসলাম৷ দ্য পোয়েট অব পলিটিক্স চলচ্চিত্রটি নির্মাণে ব্যয় হবে প্রায় ২০ কোটি টাকা৷ এর বেশির ভাগ আসছে প্রবাসীদের কাছ থেকে৷ তারা বিনিয়োগ করবেন ছবিতে৷ এছাড়া আমেরিকান ছবি নির্মাণ কোম্পানি এমজেএম বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে৷ ইংরেজিতে তৈরি হলেও পরবর্তী সময়ে তা বাংলা, হিন্দিসহ বিভিন্ন ভাষায় ডাবিং করা হবে বলেও জানালেন আব্দুল গাফ্ফার চৌধুরী । কপি পেষ্ট :  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।