সচেতন হই , সচেতন করি ।
http://www.facebook.com/groups/ouac.du
>>আমরা কারা?
আমরা হচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে M.S এ অধ্যয়নরত ৫ জনের একটি গ্রুপ। যারা তাঁদের DU শিক্ষাজীবনের বিগত ৪ টি বছর বিভিন্ন কোচিং সেন্টার ও প্রাইভেট কেয়ার প্রোগ্রামে শিক্ষাদানের মাধ্যমে এখন এ বিষয়ে চূড়ান্ত ভাবে দক্ষ ও অভিজ্ঞ। আমাদের প্রত্যেকেরই ৫-১০ ছাত্র DU এর বিভিন্ন বিভাগে অধ্যয়নরত। আর University Admission Preparation এ Online University Admission Coaching (OUAC) ই প্রথম আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত Organization.
>>আমাদের উদ্দেশ্যঃ
>>তোমরা যারা বুয়েট বা মেডিকেল এর জন্য প্রানান্ত প্রচেষ্টা ও পরিশ্রম চালিয়ে যাচ্ছ তারা যাতে ঢাবি বা অনান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে পিছিয়ে না থাক তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা- Online University Admission Coaching।
>>মেডিকেল এর বন্ধুরা তোমাদের অংক ভীতি দূর করবার জন্য আমাদের রয়েছে-
>সব ধরনের কঠিন অংকের EASY SHORTCUT ও সহজ সমাধান, যেগুলো দ্বারা কঠিন ও বড় অঙ্ক গুলো 30 SECOND এর মধ্যে করা সম্ভব।
>Physics এর math এর জন্যও রয়েছে EASY SHORTCUT & ONE STEP SOLUTION পদ্বতি, এই SHORTCUT ও ONE STEP SOLUTION গুলোর মাধ্যমে Physics এর যে কোন বড় অঙ্ক 30 second এ করা সম্ভব।
>এছাড়াও রয়েছে CALCULATOR ENGINEERING এর মাধ্যমে বিভিন্ন অংকের সমাধান ব্যাতিরেকে শুধুমাত্র GIVEN OPTION গুলো CALCULATOR A CHECK করে সঠিক উত্তর বের করার এক আশ্চর্য পদ্বতি।
>>বুয়েট পরীক্ষার্থীদের জন্য রয়েছে BIOLOGY ও CHEMISTRY এর বিভিন্ন কঠিন, দূরহ ও কণফীঊজিং TERMS & TOPICS মণে রাখার জন্য বিভিন্ন কবিতা ও ছন্দে গঠিত MNEMONICS. এছাড়াও উপরিউক্ত SHORTCUT ও ONE STEP SOLUTION গুলো তোমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় ও কাজে লাগবে কেননা বুয়েট ও ঢাবি ভর্তিপরীক্ষার MCQ section এর মধ্যে অনেক সাদৃশ্য বিদ্যমান।
>>আর যাদের লক্ষ্য, উদ্দেশ্য ও বিধেয় কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের জন্য কেবল একটিই কথা- না পড়লে মিস!
>>এটা সত্যি কথা যে ঢাবির BIOLOGY SECTION এ ভাল মার্ক তোলার জন্য খুব বেশি কিছু পড়তে হয় না, বিগত বছরগুলোতে যেসব QUESTION গুলো এসেছে সেগুলো ও সেইসব প্রশ্নের সাথে সম্পর্কিত বিষয় গুলো অধ্যয়ন করলে ৩০ এ ২৫ এর উপরে মার্ক EASILY POSSIBLE. এই বিষয়টি মাথায় রেখে তোমাদের জন্য আমরা তৈরী করেছি BIOLOGY এর SHORT BUT MOST EFFECTIVE SUGGESTION THAT U CAN EVER IMAGINE!! ( WHEN U WILL ATTEND THE REAL EXAM OF BIOLOGY IN ADMISSION TEST OF DU THEN U WILL UNDERSTAND THAT WHAT WE HAVE PROVIDED U WAS NOT MERE A SUGGESTION ONLY BUT A MAGIC ALSO.)
>>এটাও সত্যি যে MATH SECTION ও QUESTION এর বৈচিত্র্য তেমন দেখা যায় না, প্রতিবারই ২০ টার মত MATH আগের বছরের প্রশ্ন হতে COMMON পাওয়া যায়।
আমাদের উল্লেখিত SHORTCUT TECHNIQUE, ONE STEP SOLUTION PROCESS & CALCULATOR ENGINEERING পদ্বতির মাধ্যমে ১৫-২০ টা অঙ্ক ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে করে ফেলা সম্ভব।
>>প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে রয়েছে বিস্তারিত ব্যখা ও আনুষঙ্গিক উদাহরণ, এছাড়াও তোমাদের যে কোন সমস্যায় আমরা আছি ROUND THE CLOCK তোমাদের সাথে।
>> ছাড়াও রয়েছে প্রতি সাপ্তাহে বিভিন্ন বিষয়রে উপর HIGHLY CONFUSING & BRAIN STORMING MODEL TEST>> TAKE THE IDOL IF U DARE !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।