আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ বেশ মেঘলা, হাল্কা বৃষ্টিময় একটা আবহাওয়া। সাথে আছে এলো মেলো ঝড়ো বাতাস। এমন দিনে আমার কিছুতেই অফিস করতে মন চায় না। শুধু অফিস কেন, কোন কাজই করতে মন চায় না।
ইচ্ছে করে সারাদিন উল্টাপাল্টা ঘুরি, জানালার পাশে বসে বৃষ্টি দেখি। গান শুনি। এমন দিনে আমার ভিতরের ছেলেমানুষটি আরো বেশি মাথা চাড়া দিয়ে উঠে।
আহা! স্কুল ফাঁকি দেয়ার মত যদি ছেলেমানুষি অজুহাত তুলে অফিসও ফাঁকি দিতে পারতাম!
আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে
আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে,
আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে,
জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না,
ঝড় ঝড় মুখর বাদল দিনে,
আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে।
এই চঞ্চল সজল পবন বেগে,
উদ্ভ্রান্ত মেঘে মন চায়।
মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে।
আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে,
আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে,
মেঘ মল্লারে সারাদিন মান,
বাজে ঝর্ণার গান, বাজে ঝর্ণার গান।
মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা
মন চায়, মন চায় হৃদয় জড়াতে কারো চির ঋণে।
আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে।
আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে।
গানটি যেভাবে ছায়াছবিতে ব্যবহৃত হয়েছিলঃ
=============================================
এই মেঘলা দিনে একলা
এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন।
কাছে যাব, কবে পাব ওগো তোমার নিমন্ত্রন।
যুথী বনে ঐ হাওয়া, করে শুধু আসা যাওয়া।
হায় হায় রে, দিন যায় ঘরে আঁধারে ভুবন
কাছে যাব, কবে পাব ওগো তোমার নিমন্ত্রন।
শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারাদিন।
আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসিন।
আজ আমি ক্ষনে ক্ষনে কি যে ভাবি আনমনে,
তুমি আসবে কবে হাসবে কবে হবে সে মিলন
কাছে যাব, কবে পাব ওগো তোমার নিমন্ত্রন।
গানটি যেভাবে ছায়াছবিতে ব্যবহৃত হয়েছিলঃ
আমার একটি ব্যাপক সমস্যা আছে। তা হলো কোন গান যদি আমার মাথায় ঢুকে, তা শুনতে শুনতে তিতা করে ফেলা ছাড়া আমার শান্তি হয় না।
সকাল থেকেই এই মেঘলা দিনে একলা গানটি এতবার শুনেছি, যদি কেউ আসার থাকতও, আমার ধারনা সে এই রকম ব্যাকুল ডাকাডাকি তে পালিয়ে গিয়েছে।
কিন্তু এত বাজে একটা সম্ভবনা স্বত্তেও গানটা আমার তিতা লাগছে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।