আমাদের কথা খুঁজে নিন

   

গরম রঙ্গ

প্রধানমন্ত্রী- মহাজোট সরকার জনগণের সরকার । জনগণের কথা মাথায় রেখেই গরম নিয়ন্ত্রণে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি । বিরোধীদলীয় নেত্রী – গরম নিয়ন্ত্রণে সরকারের কোন আন্তরিকতা নেই । ১০ মিনিটের মধ্যে গরম নিয়ন্ত্রণে না আনলে দেশ অচল করে দেওয়া হবে । বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মখা – সব দোষ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ।

ওরা সূর্যের পিলার ধরে নাড়াচাড়া করেছে । গরম পড়ার সেটাও একটা কারণ হতে পারে । তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফজ্জামান বাবর – দেশে কোন গরম নেই । সব মিডিয়ার সৃষ্টি । অর্থমন্ত্রী আবুল মাল – আমজনতা ফাটকাবাজ ।

দেশে মোটেও গরম নেই , দেশ স্থিতিশীল আছে । যত্তসব রাবিশ ও বোগাস পাবলিক । সাহারা আপা – আটচল্লিশ ঘন্টার ভেতরে গরমকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে । আন্ডা পার্থ – আমার নেত্রী , দেশনেত্রী বেগম অষ্টম শ্রেণী বলেছেন , ‘শাহবাগী নাস্তিকের কারণে দেশে গরম পড়ছে ’ সুতরাং গরম পড়ছে । বিরোধীদলীয় ফখা – সরকার গরম নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ ।

এই বাকশালী সরকারের আর এক মূহুর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই । এখন-ই সরকারের পদত্যাগ করা উচিৎ আওয়ামী মাহাবুবুল হানিফ – মহাজোট সরকার গরম নিয়ন্ত্রণের ব্যাপারে যথেষ্ট আন্তরিক । জয়নাল আবেদীন ফারুক – নেক্সট গরমটা কিন্তু আমার............. ডঃ ইউনুস- গরমকে আমরা জাদুঘরে পাঠাবো আরেফিন রুমী – এই গরমে হাতপাখা দিয়ে বাতাস করার জন্য এক্সট্রা বউ দরকার । আরেকটা বিয়ে করবো ............ মেহজাবিন চৌধুরী- উফ এত্তগুলা গরম......... ড্যান মজীনা – বাংলাদেশের গরম কমানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার খুবই আন্তরিক । বিশ্বব্যাঙ্ক – গরম কমাতে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দেবে বিশ্বব্যাঙ্ক ।

মিডিয়া- প্রচন্ড দাবদাহে পুড়ছে দেশ । সুপ্রিয় দর্শক , চলুন আপনাদের লাইভ গরম দেখিয়া আনি । সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিবেদক তাপ বেগম । হ্যালো তাপ বেগম ! স্টুডিও থেকে আমি রোদ মিয়া বলছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ? হ্যালো , হ্যালো... জ্বী , জ্বী আপনাকে শুনতে পাচ্ছি । আপনি ঠিকই বলেছেন গত কয়েকদিন যাবত বেশ গরম পড়ছে ।

কেন এত ফ্রেশ গরম পড়ছে এবং এই গরমের অনুভূতি জানার জন্য আমরা কথা বলছি সূর্যের সাথে । হ্যালো , মিস্টার সূর্য ! এই গরমে আপনার অনুভূতি কী ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।