আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ ইটালী বনাম ইংল্যান্ডঃ ইউরো২০১২'এর সেরা ম্যাচ সম্ভবত আজই!!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ ইটালী'র সম্ভাব্য দল আজ রাত ১২-৪৫ (বিডিটি) ইটালী আর ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ড ১-০ গোলে ইউক্রেন আর ইটালী ২-০ গোলে আয়ারল্যান্ডকে হারিয়ে আজ ৪র্থ কোয়ার্টার ফাইনালের মুখোমুখি এই দুই দল। জয়ী দল আগামী ২৮শে জুন জার্মানীর সাথে ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে। 13 May 1933 Italy v England এক প্রীতি ম্যাচে (International) প্রথম মুখোমুখিতে ১-১ ড্র করে। শেষ প্রীতি ম্যাচে ইটালী অবশ্য 27 Mar 2002 ২-১ গোলে জয়ী হয়।

আজকের মোকাবেলার আগে উভয় দল বিভিন্ন্ প্রতিযোগিতামুলক খেলায় ২২ বার মুখোমুখি হয়েছিলো যার ৮টি তে ইটালী ও ৭টি তে ইংল্যান্ড জয়ী হয়েছিলো। বাকি ৭টি খেলা ড্র। 16 May 1948 International ম্যাচে 0-4 বড় ব্যাবধানে ইটালী পরাজিত হয়েছিলো। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপের খেলায় ইটালী তেমন সুবিধা করতে না পারলেও তাদের খেলা সবার নজরে এসেছে, কারণ চিরাচারিত সেই ডিফেন্সিফ খেলা তারা খেলেনি এবার। এবার তারা কাউন্টারঅ্যাটাক নির্ভর খেলা না খেলে আক্রণাত্মক খেলাই খেলেছে।

অন্য দিকে ইংল্যান্ড মাত্র এটি খেলায় ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে (গ্রুপের ১ম ম্যাচে ফ্রান্সের সাথে ১-১ ড্র)। ইংল্যান্ডের মাঝমাঠ আর ডিফেন্স্ সুসংহত হলেও গোল করার ক্ষেত্রে বেশ ভুগতে হয়েছে তাদের। অন্য দিকে পৃথিবীর সেরা ডিফেন্সিভ দল ইটালী নিশ্চয়ই আজ কড়া মাকিং'এ রাখবে ইংল্যান্ডের ফরোয়ার্ডদের। উভয়দলের সব ভালোমন্দ ছাপিয়ে আজ এক অগ্নিঝরা ম্যাচ উপহার দেবে আর আমার ধারণা মতে আজই হয়ে যাবে ইউর২০১২ এর সেরা ম্যাচ। ইতালীর গোলরক্ষক বুফন চাচ্ছেন ৯০ মিনিটেই ফলাফল হোক, পেনাল্টি শূটআউতে তিনি ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন।

তাই তিনি মনে প্রাণে চান যেন আজকের ম্যাচটা ওই পথে পা না বাড়ায়। আর জয়ের ব্যাপারে তিনি খুব আশাবাদী। গোল ডট কমের পর্যালোচনায় ৪৭.৭% মনে করেন আজ ইটালী জয়ী হবে আর ইংল্যান্ডের পক্ষে ৪৪.৪% মত দিয়েছেন। ফলাফল ২-১ এর প্রতিই মত বেশী। আর আমারও পুরো সমর্থন থাকবে ইতালীর প্রতি।

ইংল্যান্ড দল  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।